১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

'ব্রাজিলকে হারানো চাট্টিখানি কথা নয়'

বিশ্বকাপ
বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা - সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানোর পর দলের প্রশংসা করলেন বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। পাশাপাশি সমালোচকদের মুখ বন্ধ করার মত মন্তব্যও করেছেন তিনি। ম্যাচ শেষে ব্রুইনা বলেন, ‘আমরা কি করতে পারি, তা বিশ্বকে দেখিয়েছি। পাশাপাশি আমরা কেমন দল তাও দেখালাম সবাইকে। ব্রাজিল বিশ্বসেরা দল। তাদের বিপক্ষে বিশ্বকাপের শেষ আটে জয়, কত বড় অর্জন হতে পারে তা এখন স্পষ্ট। তবে এই জয়ের পেছনে দলের সবার অবদানই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

বিশ্বকাপের শেষ আটে ফেভারিটের তকমা নিয়েই বেলজিয়ামের মুখোমুখি হয় ব্রাজিল। কিন্তু ম্যাচের শুরুতে নিজেদের ভুলে গোল হজম করে নেয় তারা। আত্মঘাতি গোলে ম্যাচে লিড নেয় বেলজিয়াম। এরপর ৩১ মিনিটে দুর্দান্ত এক শটে ব্রাজিলের বক্সের বাইরে থেকে গোল আদায় করে নেন ব্রুইনা। ফলে ২-০ গোলে এগিয়ে ম্যাচ জয়ের পথ পরিস্কার করে ফেলে বেলজিয়াম। তারপরও হাল ছেড়ে দেয়নি ব্রাজিল।

আক্রমণের পসরা সাজিয়ে বেলজিয়ামের ঘাম ঝড়িয়েছে তারা। ফলে ৭৬ মিনিটে গোলের ব্যবধান কমায় ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত বেলজিয়ামের বিপক্ষে হার এড়াতে পারেনি। তাই বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে। এই জয়ে ১৯৮৬ সালের পর আবারো বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো বেলজিয়াম। দলের এমন জয়ে খুশী বেলজিয়ামের ম্যাচ জয়ের নায়ক ব্রুইনা।

দলের প্রশংসা করেছেন তিনি, ‘আমরা দল হিসেবে এ ম্যাচটি জিতেছি। ব্রাজিলের মত বিশ্বসেরা দলকে বিশ্বকাপ আসরে হারাতে পারা, চাট্টিখানি কথা নয়। দলের সবার কষ্টের ফলই এটি।’

গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে, শেষ ষোলোতে উঠে বেলজিয়াম। সেখানে এশিয়ার দেশ জাপানের বিপক্ষে দুর্দান্ত ফুটবলশৈলি প্রদর্শন করে তারা। ২-০ গোলে পিছিয়ে পড়েও তিন গোল দিয়ে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম। ফলে কোয়ার্টারফাইনালের টিকিট কাটে বেলজিয়াম। তবে সমালোচকরা বলেছিলেন, ‘শেষ আটেই থেমে যেতে হবে বেলজিয়ামকে।’

কিন্তু শেষ আটে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় দিলো বেলজিয়াম। এর পরই সমালোচকদের এক হাত নিলেন ব্রুইনা। তিনি বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। কিন্তু দল হিসেবে আমরা কেমন তা বুঝিয়ে দিলাম। বড় দলের বিপক্ষেও আমরা দাপটের সাথে জিততে পারি। এরপর হয়তো সমালোচকদের মুখ এবার বন্ধ হবে।’

তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণে চাপে পড়ে গিয়েছিলো বেলজিয়াম। এমনটা অকপটে স্বীকার করেন ব্রুয়ইয়ান। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের জন্য ম্যাচটা খুব কঠিন হয়ে গিয়েছিল। ব্রাজিল মাঝমাঠের দখল নিয়ে আমাদের চাপে ফেলে দিয়েছিলো। শেষ ১৫ মিনিটে আমাদের কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। কিন্তু আমরা ভেঙ্গে পড়িনি। আত্মবিশ্বাস হারাইনি। আমরা কি ধাতুতে তৈরি, সেটা বিশ্বকে বুঝিয়ে দিতে পেরেছি।’

দেখুন:

আরো সংবাদ



premium cement