নেইমারের সাথে ব্রাজিল সমর্থকদের এমন আচরণ!
- দ্যা সান, ব্রিটেন
- ০৭ জুলাই ২০১৮, ১৭:১১, আপডেট: ০৭ জুলাই ২০১৮, ১৭:১৭
শেষ বাঁশি বাজার সাথে সাথে গ্যালারিতে বেলজিয়ামের দর্শকদের উচ্ছাস, মাঠেও লুকাকু, হ্যাজার্ডদের বাধভাঙা আনন্দ। মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়েন নেইমার। বেলজিয়ামের ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি এগিয়ে এসে নেইমারকে হাত ধরে টেনে তোলেন। বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এটি স্পোর্টম্যানশিপ; কিন্তু ব্রাজিলের সমর্থকরা নেইমার জুনিয়রের প্রতি এতটুকু ভদ্রতা দেখানোর ধার ধারেননি। তারা রীতিমতো তুলোধুনো করেছেন এই সুপারস্টারকে।
মাঠে আচরণ নিয়ে সমালোচনা থাকলেও প্রতিটি ম্যাচে নেইমারের পারফরম্যান্স ছিলো অসাধারণ। শেষ ম্যাচেও বেলজিয়ামের বিরুদ্ধে তার খেলা সবাইকে মুগ্ধ করেছে, কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের দারুণ খেলেও গোল পায়নি দলটি। বেলজিয়ামের ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তাও ছিলো ব্রাজিলকে খালি হাতে বিদায় করার বড় একটি কারণ। বারবার ব্রাজিলের আক্রমণ ব্যর্থ করে দিয়ে বেলজিয়ামের ডিফেন্ডাররা। গোলে যেসব শট হয়েছে সেগুলোকে বিপদমুক্ত করেছেন গোলরক্ষক। কিন্তু ব্রাজিলের আবেগী সমর্থকদের সেসব চিন্তা করার সময় কোথায়। তারা নেইমারকে রীতিমতো ধুয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরই মধ্যে হিসাব বের হয়ে গেছে, নেইমার এবার রাশিয়ায় সর্বমোট ১৪ মিনিট মাটিতে শুয়ে কাটিয়েছেন। তার বাড়ি ফেরা নিয়েও হচ্ছে
নানা ট্রল। ‘ট্রু সকার লাইফ’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে নেইমারকে ব্যঙ্গ করে অনেকগুলো ভিডিও ও জিআইএফ পোস্ট করেছন।
তার একটিতে দেখা যায়- নেইমার তার এক সতীর্থের সাথে হাত মিলিয়েই পরক্ষণে লুটিয়ে পড়েন ভূয়া ব্যথায়। ‘অ্যালেক্স বেনিতো ১৯৯১’ নামের টুইটার ব্যবহারকারী একটি জিআইএফ পোস্ট করেছন যেটি মূলত নেইমারের দেশে আগমন উপলক্ষে করা হয়েছে। এতে দেখা যায়, এয়ারপোর্টে গড়িয়ে গড়িয়ে দেশে ঢুকছেন নেইমার। ক্যাপশনে লেখা- ব্রাজিল ও নেইমার দেশে আসছেন।
ইনসোনিয়া কারভাও নামের এক টুইটার ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের মধ্যে গড়াগড়ি
খাচ্ছেন নেইমার। ছবির সাথে লেখা ‘দারুণ ছুটি কাটুক নেইমার। ঠাণ্ডার পানি থেকে সাবধানে থেকো’। আন্দ্রে ওউয়োর নামের একজন ফুটবল সমর্থক নেইমারের লুটিয়ে পড়ার চারটি ছবি একসাথে পোস্ট করে লিখেছেন ‘নেইমারের বিশ্বকাপের সারসংক্ষেপ’।
আরেকজন তার গড়াগড়ি খাওয়ার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন এভাবেই গড়িয়ে বিশ্বকাপ থেকে বেড়িয়ে গেলেন তিনি। আরেকজন এই ছবির নিচে লিখেছেন, নেইমার গড়িয়ে দেশে ফিরছেন।