১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অবসর নিলেন সাকাই'ও

বিশ্বকাপ
গোটোকু সাকাই - সংগৃহীত

বিশ্বকাপের শেষ ১৬’র লড়াই থেকে হতাশাজনক বিদায়ের পরে তৃতীয় জাপানিজ হিসেবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার গোটোকু সাকাই। নক আউট পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্লু সামুরাইরা।

জার্মান দ্বিতীয় বিভাগের ক্লাব হামবুর্গের হয়ে খেলা ২৭ বছর বয়সী সাকাই এ সম্পর্কে বলেছেন, ‘আমি সবসময়ই চেষ্টা করেছি দলকে সহযোগিতা করতে। কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে সেই আস্থার প্রতিদান দিতে পারিনি।’

জাপানের হয়ে ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকাই জাতীয় দলের জার্সি গায়ে ৪২টি ম্যাচ খেলেছেন।

সাকাইয়ের আগে বিশ্বকাপ থেকে বিদায়ের সাথে সাথে অধিনায়ক মাকোতো হাসেবে (৩৪) ও এসি মিলানের স্ট্রাইকার কেইসুকে হোন্ডা (৩২) আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন।

এদিকে জাপানিজ এফএ নিশ্চিত করেছে বিশ্বকাপের মাত্র ৭১ দিন আগে জাতীয় দলের দায়িত্ব নেয়া কোচ আকিরা নিশনো এই দায়িত্বে আর থাকছেন না।

দেখুন:

আরো সংবাদ



premium cement