উটের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুলাই ২০১৮, ১১:১১, আপডেট: ০৭ জুলাই ২০১৮, ১২:০৫
সংযুক্ত আরব আমিরাতের এক উট, নাম যার শাহিন। শুক্রবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচের ভবিষ্যৎদ্বাণী করেছিল। শাহিন ভবিষ্যৎদ্বাণী করেছিল, বেলজিয়ামের কাছে হারবে ব্রাজিল। শেষ পর্যন্ত এই উটের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
অবশ্য ২১তম বিশ্বকাপের শুরু থেকে শাহিনের সব ভবিষ্যদ্বাণী হয়েছে ‘ভুল’। তবে শেষ ষোলো থেকে শাহিনের সব ভবিষ্যদ্বাণী সফল হচ্ছে। ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হার, স্পেন হারবে রাশিয়ার কাছে, পর্তুগালকে বিদায় দিবে উরুগুয়ে- এসব ভবিষ্যদ্বাণী করে আবারো আলোচনায় চলে আসে শাহিন।
তাই ব্রাজিল-বেলজিয়ামের ম্যাচের ভবিষ্যদ্বাণীর জন্য তার সামনে দু’দলের দুটি পতাকা দেয়া হয়। সে বেলজিয়াম পতাকার দিকে তাকিয়ে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী বেছে নিয়েছিল।
এমন ভবিষ্যদ্বাণী ভালো লাগেনি ব্রাজিল সমর্থকদের। কিন্তু শেষ পর্যন্ত উট শাহিনের ভবিষ্যদ্বাণীই সত্যিই হলো। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে ২১তম বিশ্বকাপের শেষ আট থেকে ছিটকে পড়েছে ব্রাজিল।
সামনে শাহিন আর কত চমক দেখান, সেটিই দেখায় অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
আরো পড়ুন : উটের ভবিষ্যদ্বাণী বেলজিয়ামের পক্ষে
২০১০ বিশ্বকাপে একের পর এক সঠিক ভবিষ্যদ্বাণী করে হৈচৈ ফেলে দিয়েছিলো অক্টোপাস পল। সেমিফাইনাল, ফাইনালসহ ওই বিশ্বকাপের সাতটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছিল জার্মান অক্টোপাসটি। এই বিশ্বকাপে আবার ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছে একটি উট।
শাহিন নামের উটটি গ্রু পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডের আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় উঠে এসেছে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়েও ভবিষ্যদ্বাণী দিচ্ছে ‘শাহিনক’। শুক্রবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্রাজিল-বেলজিয়াম ম্যাচে শাহিন নামের উটটির বাজি বেলজিয়ামকে নিয়েই!
মধ্যপ্রাচ্যের দুবাইয়ের এক মরুভুমিতে বসবাস উটটির। সবমিলে এখন পর্যন্ত ছয়টি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করেছে সে।
‘শাহিন’ নামের উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। ব্রাজিল-বেলজিয়াম ম্যাচ নিয়েও দুই কাঠিতে দুই দেশের পতাকা রাখা হয়। কোয়ার্টার ফাইনালের বিজয়ী হিসেবে বেলজিয়ামকেই বেছে নিয়েছে উটটি। (০৬ জুলাই ২০১৮, প্রকাশিত সংবাদ)