যক্ষ্মা রোগী ছিলেন ব্রাজিলের সিলভা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুলাই ২০১৮, ২১:৪৪
মাঠে থিয়াগো সিলভার নৈপুণ্য দেখে অনেকেই তাকে দ্বিতীয় গোলরক্ষক হিসাবে মন্তব্য করেন। তার ডিফেন্সিংয়ের কারণেই প্রতিপক্ষ দল ব্রাজিলের গোল বার খোঁজে পায় না। এমনিতেই ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন অনেকটাই দাঁড়িয়ে শক্তিশালী ডিফেন্সের উপর, যে ডিফেন্সের প্রাণ মনে করা থিয়াগো সিলভাকে। মাঠ জুড়ে কি দম নিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছেন! অথচ এই সিলভাই রাশিয়ায় মরতে বসেছিলেন ফুসফুসে ফুটো হয়ে?
এখন নয়, ২০০৫ সালের ঘটনা। রাশিয়ায় ডায়নামো মস্কোতে ধারে খেলতে গিয়েছিলেন সিলভা। তার বয়স তখন ২০। সেখানেই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের যক্ষ্ণা ধরা পড়ে। পরের ছয় মাস ফুটবল থেকে একেবারেই বাইরে চলে গিয়েছিলেন, ক্ষয়রোগের সঙ্গেই চলছিল তার যুদ্ধটা।
ওই সময় ডায়নামো মস্কোর কোচ ছিলেন ইভো ওর্টমান। তিনিই জানালেন, ওই সময়টায় মৃত্যুর কতটা কাছে চলে গিয়েছিলেন সিলভা। 'ব্যাচেলর রিপোর্টে'র সঙ্গে এক সাক্ষাতকারে ওর্টমান বলেন, ‘আমি তাকে দেখে একদম ভেঙে পড়েছিলাম। একদিন ডাক্তার আমাকে বলল, থিয়াগোর ফুসফুসে একটি ফুটো আছে এবং তাকে অস্ত্রোপচার করাতে হবে। এতে মৃত্যুর ঝুঁকিও আছে।’
এমনকি বেঁচে গেলেও পরবর্তীতে সিলভা আর ফুটবল খেলতে পারবেন না, সতর্ক করে দিয়েছিলেন ডাক্তার। ওর্টমান বলছিলেন, ‘তারা আমাকে সতর্ক করে বলেছিল, তার (সিলভা) আর ট্রেনিংয়ে ফেরার আশা নেই। সম্ভবত তার ক্যারিয়ার শেষ। ফুসফুসের একটা অংশ ছাড়া সে কিভাবে দৌঁড়াবে?’
ওই অসুস্থতার পর সিলভা নিজেও ফুটবল ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে একটা সময় আশ্চর্যজনকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেন ব্রাজিলের এই ডিফেন্ডার। পরে স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ক্যারিয়ারও শুরু করেন।