০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

হ্যাটট্রিক করলে জমি পাবেন নেইমার

হ্যাটট্রিক করলে জমি পাবেন নেইমার - সংগৃহীত

নানা সমীকরণ সামনে নিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। বাংলাদেশ সময় রাত ৮টায় ল্যাটিন আমেরিকার দেশ উরুগুয়ের মুখোমুখি হচ্ছে তারুণ্যের মিশেলে গড়া ইউরোপের দেশ ফ্রান্স। আর রাত ১২টায় কাজান অ্যারেনায় মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই হট ফেভারিট দল ব্রাজিল-বেলজিয়াম।

রাশিয়া বিশ্বকাপে বলা যায় এখন চালকের আসনে ব্রাজিল। আর ভক্তদের নজর নেইমারের দিকে। এমনকী নেইমার নজর কেড়েছেন এবারের বিশ্বকাপের আয়োজক রাশিয়ারও। তবে এখন পর্যন্ত নিজেকে শতভাগ মেলে ধরতে পারেননি এন টেন। ৪ ম্যাচে করেছেন ২ গোল।

ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিল সুপারস্টার নেইমার হ্যাটট্রিক করলেই রাশিয়ার কাজান শহরে উপহার স্বরূপ জমি প্রদান করবেন কাজান অ্যারেনার মেয়র।

কাজানে চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ আজ। তাই আজকের ম্যাচকে নিয়ে নতুন পরিকল্পনা শহরটির মেয়র আইলাসার ম্যাস্টিন। রাশিয়ার নিউজ এজেন্সি তাসকে আইলাসার ম্যাস্টিন বলেছেন, নেইমার যদি একটি হ্যাটট্রিক করতে পারেন তাহলে আমরা তার জন্য স্পনসর খুঁজব। তাকে একখন্ড জমি আমরা উপহার দেব। আপনারা বুঝতে পারছেন নেইমারের দরজায় কত বড় উপহার অপেক্ষা করছে?

নেইমারকে অনুপ্রাণিত করতেই হয়ত কাজান অ্যারেনার মেয়র এই ঘোষণা দিয়েছেন। তবে নেইমারের দিকে তাকিয়ে থাকবে পুরো ব্রাজিল। চোট থেকে ফিরে এসে সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন নেইমার। বিশ্বকাপের শুরুতে ততটা ফর্মে না থাকলেও নেইমার দিন ছন্দে ফিরছেন। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন।

এবার বেলজিয়ামের বিপক্ষে নিজেকে মেলে ধরার পালা। সেলেসাওরা কোয়ার্টার ফাইনাল ম্যাচ সামনে রেখে কাজান অ্যারেনায় বৃহস্পতিবার অনুশীলন করেছে। শুক্রবার ব্রাজিল-বেলজিয়াম ম্যাচটি হবে কাজান অ্যারেনায় বিশ্বকাপের শেষ ম্যাচ।


আরো সংবাদ



premium cement