কোর্য়াটার ফাইনালের দলগুলোর কিছু রেকর্ড
- রফিকুল হায়দার ফরহাদ , রাশিয়া থেকে
- ০৫ জুলাই ২০১৮, ২২:১৯
কাল থেকে মাঠে গড়াচ্ছে রাশিয়া বিশ্বকাপের কোর্য়াটার ফাইনাল। আরো চার দলের বিদায় হবে আগামী দুই দিনে। এই শেষ আটের ম্যাচে কিছু রেকর্ড আছে। রয়েছে কিছু চমৎকার কাকতালীয় বিষয়ও।নিচে তা দেয়া হলা।
১৯৭৮ সালের পর থেকে আজ পর্যন্ত কোনো দক্ষিণ আমেরিকান দলের কাছে হারেনি ফ্রান্স। ’৭৮এর আর্জেন্টিনা বিশ্বকাপে ফরাসীদের হারের স্বাদ দিয়েছিল স্বাগতিকরা। ওই আসরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফরাসীরা এরপরের নয় ম্যাচের ৫টিতে জয় তুলে নিয়েছে। ড্র করেছে ৪টিতে।
ফ্রান্সের বিপক্ষে আজ বিশ্বকাপের ২০তম ম্যাচ কোচ অস্কার তাবারেজের। উরুগুয়ের এই কোচ এর মাধ্যমে সমকক্ষতা অর্জন করবেন যুগোস্লাভিয়ার বোরা মিলুটিনোভিচ এবং ব্রাজিলের মারিও জাগালোর। তারা হলের চার নাম্বারে। যাদের আছে ২০ টি বিশ্বকাপের ম্যাচে ডাগ আউটে দাঁড়ানোর কৃতিত্ব।
ব্রাজিলের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামছে বেলজিয়াম। তবে বিশ্বকাপে দ্বিতীয়। ২০০২ সালে তাদেরকে ২-০তে বিদায় করেছিল এই ল্যাতিন দেশটি। সেই ম্যাচে গোলদাতা ছিলেন রোনালদো এবং রিভালদো।
এবারের বিশ্বকাপে টানা তিন ম্যাচে কোনো গোল হজম করেনি ব্রাজিল। স্ইুজারল্যান্ড তাদের বিপক্ষে প্রথম খেলায় গোল করার পর কোস্টারিকা, সার্বিয়া এবং মেক্সিকো বল পাঠাতে পারেনি তাদের জালে। ফলে ৩১০ মিনিট ধরে অক্ষত সেলেকাওদের গোল পোস্ট।
এবারের বিশ্বকাপে একই সাথে কোয়ার্টার ফাইনালে রাশিয়া এবং উরুগুয়ে। রাশিয়া এর আগে ১৯৭০ সালে কোর্য়াটার ফাইনালে উঠেছিল উরুগুয়েকে হারিয়ে। মেক্সিকো বিশ্বকাপের ঘটনা সেটি।
এই নিয়ে তিনবার স্বাগতিকের বিপক্ষে ম্যাচ খেলছে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে তারা সেমিতে হেরেছিল আয়োজক ফ্রান্সের কাছে। ২০১৪ কে উদ্বোধনী খেলায় তাদেরকে পরাজিত করে ব্রাজিল । এবার কি তাহলে তাদের তৃতীয় হারের মুখে ক্রোয়েটরা ?।
এই নিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে সুইডেন এবং ইংল্যান্ড। তাদের আগের দুই ম্যাচই ড্র হয়েছিল। ২০০২ সালে ১-১ এবং ২০০৬ সালে ২-২ এ শেষ হয় খেলা। দুই বারেই ইংল্যান্ডের কোচ ছিলেন সুইডেনের সোভেন গোরান এরিকসন।
এই প্রথম বিশ্বকাপে টাইব্রেকারে জয় পেল ইংল্যান্ড। যা তাদের নিয়ে এসেছে শেষ আটে। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয়ের আগে তারা ১৯৯০ সালে পশ্চিম জার্মানীর কাছে, ১৯৯৮ তে আর্জেন্টিনার কাছে এবং ২০০৬ সালে পর্তূগালের কাছে পরাজিত হয়েছিল এই পেনাল্টি শ্যুট আউটে।