ফাঁকা মাঠে ব্রাজিল নয়, ইংল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুলাই ২০১৮, ২১:০৮
রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি ইতালির, আর জার্মানি বিদায় নিয়েছে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই। স্পেন, আর্জেন্টিনাও এবার খুব একটা সুবিধা করতে পারেনি। এই বিবেচনায় অনেকে বলছেন এবারের বিশ্বকাপে ব্রাজিল ফাঁকা মাঠে এগি যাচ্ছে। অথচ হিসাব করলে দেখা যায় এবারের বিশ্বকাপে সবচেয়ে সহজ প্রতিপক্ষ ইংল্যান্ডের। ফাইনাল পর্যন্ত যেতে তাদের কোন বিশ্বকাপ জয়ী দলের মুখোমুখি হতে হবে না।
অনেক সমালোচক বলছেন, এই হিসাব করেই গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ামের সাথে খুব একটা মনোযোগ দিয়ে খেলেনি ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের খেলা পরেছে সুইডেনের বিপক্ষে। শনিবার এই ম্যাচে জয় পেলে ইংলিশরা সেমিফাইনালে মুখোমুখি হবে রাশিয়া আর ক্রোয়েশিয়া ম্যাচের জয়ী দলের সাথে। এই হিসাবে ইংল্যান্ডের সামনে থাকছেনা কোন বিশ্বচ্যাম্পিয়ান দল।
অন্যদিকে ব্রাজিল যদি শুক্রবার রাতে বেলজিয়ামের সাথে জিতে যায়, তবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে অথবা ফ্রান্স। এই দুটি দলই বিশ্বকাপ জয়ী দল।
আরো পড়ুন : ফাঁকা মাঠে এগিয়ে যাচ্ছে ব্রাজিল!
রফিকুল হায়দার ফরহাদ, রাশিয়া থেকে
এক প্রতিদ্বন্ধী আগেই ছিটকে পড়েছিল। এবারের বিশ্বকাপে কোয়ালিফাইই করতে পারেনি ইতালি। ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলা জার্মানিকে বিদায় করেছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া মিলে। ফলে রেকর্ড গড়ার কাজে এখন ফাঁকা মাঠ ব্রাজিলের সামনে। মেক্সিকোকে দ্বিতীয় রাউন্ডে হারিয়ে তারা এখন আজ শেষ আটের ম্যাচ বেলজিয়ামের সামনে। এই দলের বিপক্ষে তাদের সর্বশেষ ম্যাচ ২০০২ সালে। যেখানে রোনালদো ও রোনালদিনহোদের জয় ছিল ২-০-এ।
মেক্সিকোকে ২-০-এ হারিয়ে ব্রাজিল এখন সব বিশ্বকাপ মিলে ২২৮ গোলের মালিক। ২২৬ গোল আছে জার্মানির। এবার রাশিয়ায় এখন পর্যন্ত ৭ গোল করেছে ব্রাজিল। শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির খেলা ১০৯ বিশ্বকাপ ম্যাচের সমকক্ষ হবে ব্রাজিল। এবারের আসরের আগ পর্যন্ত জার্মানি ১০৬ ও ব্রাজিল ১০৪টি ম্যাচ খেলেছিল বিশ্বকাপে।
ফুটবরের সর্ববৃহৎ আসরে ম্যাচ জয়ের ক্ষেত্রে সবার উপরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারা জিতেছে ৭৩টি ম্যাচ। যা জার্মানদের চেয়ে ৬ বেশি। জার্মানির বিদায় হয়েছে এবারের প্রথম রাউন্ডে। ইতালী রাশিয়ায় আসার টিকিটই পায়নি। ফলে ২০২২ সাল পর্যন্ত এই রেকর্ডে এগিয়ে থাকবে পেলে -রোনালদো , নেইমারের দেশই। এবার যদি ব্রাজিল বিশ্বকাপ নাও জিততে পারে তবুও এবার তাদের পাঁচবারের ট্রফি জয়ের রেকর্ড কেউ ছুতে পারবেনা। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি এবার রেসের বাইরে।
চলমান বিশ্বকাপে ব্রাজিলের জালে মাত্র একটিবার বল গেছে। তা তাদের মতো অপর ল্যাতিন দেশ উরুগুয়ের মতোই। মেক্সির্কো বিপক্ষে জয়ের মাধ্যমে গত ২৮ বছরের রেকর্ড অব্যাহত রাখলো ব্রাজিল। ১৯৯০ সালের পর থেকে তারা কখনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে হারেনি। ৯-এ তাদেরকে এই রাউন্ড থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল ম্যারাডোনা ও ক্যানিজিয়ার আর্জেন্টিনা। ওই খেলায় ম্যারাডোনার পাসে জয় সূচক গোল করেছিলেন ক্যানিজিয়া।
তিতে বাহিনীর আজকের প্রতিপক্ষ বেলজিয়াম ১৯৮৬ সালের পর আর কোয়ার্টার ফাইনলের ম্যাচ জিততে পারেনি। সেবার মেক্সিকোতে তাদের সেমিতে হারের স্বাদ আর্জেন্টিনা। ম্যারাডোনার জোড়া গোলে তাদের শেষ হয়েছিল তাদের ৮৬ এর বিশ্বকাপ মিশন।
শুক্রবার কোচ তিতের ২৬ তম ম্যাচ। আগের ২৫ খেলায় তারা ২০টিতে জিতেছিল। ড্র চারটিতে। হেরেছে মাত্র এক খেলায়।