জবাবটা সাথে সাথেই পেলেন ম্যারাডোনা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুলাই ২০১৮, ১৩:২০, আপডেট: ০৫ জুলাই ২০১৮, ১৩:৪২
রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বের শেষ ম্যাচ নিয়ে 'পুকুর চুরি'র অভিযোগ করেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। কলম্বিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সে ম্যাচের রেফারি মার্ক গেইগারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ইংল্যান্ডের পাওয়া পেনাল্টিকে পুরোপুরি অযৌক্তিক বলে আখ্যায়িত করেন ফিফার এই শুভেচ্ছাদূত।
টেলেসুরকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘রেফারির পেনাল্টি আদেশ সবচেয়ে বেশি অবাক করেছে। এটি পেনাল্টি ছিল না। নিজের ভুলেই পড়ে গেছেন হ্যারি কেন। কলম্বিয়া আপিল করা সত্ত্বেও রেফারি কেন ভিএআর ব্যবহার করেননি তা আমার বোধগম্য হচ্ছে না। এ রকম পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তের জন্যই ভিএআর প্রযুক্তির সংযোজন ঘটেছে বিশ্বকাপে। কিন্তু রেফারি এড়িয়ে গেলেন। এ ধরনের ঘটনা দেখার পর চুপ থাকলে চলবে না। প্রতিবাদ করতে হবে।’
ম্যাচটি পরিচালনায় আমেরিকান রেফারি নিয়োগ দেয়ার ইস্যুতে কলম্বিয়ানদের ফিফার প্রধান রেফারির কলিনাকে প্রশ্নের মুখে দাঁড় করানোর আহ্বানও রেখেছেন ম্যারাডোনা। তার বিশ্বাস, ইংল্যান্ডের লিড নেয়ার পেনাল্টিটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক।
এদিকে এ ঘটনার পর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যারাডোনাকে জবাব দিয়েছে ফিফা। জানিয়েছে, 'কলম্বিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি ছিল খুবই কঠিন ও আবেগপূর্ণ। এমন ম্যাচে রেফারির পারফমেন্স নিয়ে সমালোচনা করা পুরোপুরি অমূলক ও বাহুল্য। যেখানে ফিফা সর্বাত্মক চেষ্টা করছে বিশ্বকাপটি সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজন করতে, সেখানে ম্যারাডোনার মতো ইতিহাস সৃষ্টিকারী একজন খেলোয়াড়ের এমন মন্তব্য সত্যিই হতাশাজনক।'
আরো পড়ুন : বোমা ফাটালেন ম্যারাডোনা!
সব সময় মিডিয়ায় আলোচনায় থাকেন তিনি। বলা হচ্ছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনার। সর্বশেষ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর তার উল্লাস নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে উঠে ছিলেন শিরোনামে। এবার আর্জেন্টিনার কোনো ম্যাচ নয়, শিরোনামে এসেছেন নক আউটে কলম্বিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি নিয়ে। এই ম্যাচে কলম্বিয়া 'পুকুর চুরি'র খপ্পরে পড়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ডাকাতির শিকার হয়েছে কলম্বিয়া।
এর আগে ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে আঙুল তুলেছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার রাদামেল ফালকাও। তিনি বলেন, 'রেফারি আমাদের অনেক বিরক্ত করছিল। ৫০-৫০ অবস্থায় সে সবসময় ইংল্যান্ডের পক্ষে বাঁশি বাজাচ্ছিল। এটা আমাদেরকে পেছনে ঠেলে দিচ্ছিল। দুই দলের প্রতি তিনি সমান আচরণ করছিলেন না।'
এরপরই টেলেসুরকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা এই মন্তব্য করেন। তিনি ম্যাচটি পরিচালনায় আমেরিকান রেফারি নিয়োগ দেয়ার ইস্যুতে কলম্বিয়ানদের ফিফার প্রধান রেফারির কলিনাকে প্রশ্নের মুখে দাঁড় করানোর আহ্বানও রেখেছেন ম্যারাডোনা। তার বিশ্বাস, ইংল্যান্ডের লিড নেয়ার পেনাল্টিটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক।
মঙ্গলবার রাশান বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের সর্বশেষ খেলায় টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইংল্যান্ড নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। তবে ম্যাচটিতে তাদের জয় ছাপিয়ে শিরোনামে রেফারির একতরফা সিদ্ধান্ত দেয়ার ঘটনা।
ম্যারাডোনা বলেন, ‘মাঠে আমি পুকুর চুরির ঘটনা দেখেছি। ক্ষমা প্রার্থনা করছি কলম্বিয়ার ভক্তদের কাছে। ফুটবলারদের কোনো দোষ দেখি না। কলিনাকে ভদ্রলোক বলেই জানি। কিন্তু গুরুত্বপূর্ণ একটি ম্যাচে তিনি কিভাবে এ রকম একজন রেফারিকে বেছে নিয়েছেন তা বুঝতে পারছি না।’
দ্বিতীয়ার্ধের সূচনায় হ্যারি কেনের পেনাল্টি গোলে লিড নিলেও জয়ের জন্য টাইব্রেকারের নাটকীয়তা পাড়ি দিতে হয়েছে ইংলিশদের। নির্ধারিত সময়ের ইনজুরি টাইমে কলম্বিয়ানদের খেলায় ফেরান বার্সেলোনা ডিফেন্ডার ইয়েরি মিনা। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় কোনো দলটি গোল আদায় করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের শুটআউটে ৪-৩ গোলের জয়ে থ্রি লায়ন্স খ্যাত ইংল্যান্ড উঠেছে ফিফার ২১তম মেগা আসরের কোয়ার্টার ফাইনালে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইংলিশদের পাওয়া পেনাল্টিকে পুরোপুরি অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন ম্যারাডোনা। কলম্বিয়ার ফুটবলারদের ভিএআর প্রার্থনা সত্ত্বেও রেফারির প্রত্যাখ্যানের বিষয়টিকে হাস্যকর বলেও অভিমত দেন আর্জেন্টাইন ফুটবলঈশ্বর। তার মতে, নিজের ভুলেই ডি-বক্সের মধ্যে পড়ে গেছেন হ্যারি কেন।
ম্যারাডোনা বলেন, ‘রেফারির পেনাল্টি আদেশ সবচেয়ে বেশি অবাক করেছে। এটি পেনাল্টি ছিল না। নিজের ভুলেই পড়ে গেছেন কিন। কলম্বিয়ার অলিপ সত্ত্বেও রেফারি কেন ভিএআর ব্যবহার করেননি তা আমার বোধগম্য হচ্ছে। এ রকম পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তের জন্যই ভিএআর প্রযুক্তির সংযোজন ঘটেছে বিশ্বকাপে। কিন্তু রেফারি এড়িয়ে গেলেন। এ ধরনের ঘটনা দেখার পর চুপ থাকলে চলবে না। প্রতিবাদ করতে হবে।’
আরো পড়ুন : রেফারির বিরুদ্ধে আঙুল তুলল কলম্বিয়া
নক আউটের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতেছে ইংল্যান্ড। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ সমতায় থাকায় পরে টাইব্রেকারে গড়ায়। পরে ৪-৩ গোলে হেরে মাঠ ছাড়ে কলম্বিয়া। ম্যাচ শেষে য়ুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গেইগারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছেন কলম্বিয়ার রাদামেল ফালকাও।
তার অভিযোগ, ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ইংল্যান্ডের পক্ষে পেনাল্টির বাঁশিও বাজিয়েছিলেন গেইগার। তিনি বলেন, 'রেফারি আমাদের অনেক বিরক্ত করছিল। ৫০-৫০ অবস্থায় সে সবসময় ইংল্যান্ডের পক্ষে বাঁশি বাজাচ্ছিল। এটা আমাদেরকে পেছনে ঠেলে দিচ্ছিল। দুই দলের প্রতি তিনি সমান আচরণ করছিলেন না।'
তিনি আরো অভিযোগ করেন, 'যখন কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হচ্ছিল তিনি ইংল্যান্ডের পক্ষে যাচ্ছিলেন। এটা লজ্জার ব্যাপার যে, বিশ্বকাপের শেষ ষোলোয় এমন ঘটনা ঘটলো।'