১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাজিলকে নিয়ে কী ভাবছে বেলজিয়াম

ব্রাজিলকে নিয়ে কী ভাবছে বেলজিয়াম - সংগৃহীত

গত বিশ্বকাপেই বেলজিয়ামকে নিয়ে বাজি ধরে ছিলেন অনেকে। কিন্তু কোয়ার্টার-ফাইনালের পর আর এগোতে পারেনি দলটি। তবে এবার বেলজিয়াম বেশ আত্মবিশ্বাসি দল। বিশেষ করে জাপানের বিপক্ষে হাফ টাইমের পর দুই গোল খেয়ে নির্ধারীত সময়ের মধ্যে জয় ছিনিয়ে আনাটা আত্মবিশ্বাসেরই প্রমান। এছাড়া দলটি রাশিয়া বিশ্বকাপে এরই মধ্যে ১২টি গোল করে আছে বেশ ফুরফুরা মেজাজে।

এই অবস্থায় কোয়ার্টারে ব্রাজিলকে পেয়ে বেশ উচ্ছ্বসিত বেলজিয়াম। দেশটির কোচ রবের্তো মার্তিনেস বলেছেন, ‘কোয়ার্টারে ব্রাজিলকে পাওয়ায় বেলজিয়াম খেলোয়াড়দের জন্য এটা স্বপ্নের ম্যাচ।’পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন প্রতিপক্ষকে ফেভারিট মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা হারাচ্ছেন না বেলজিয়ামের কোচ।

শুক্রবার কাজান অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম।

বেলজিয়ান গণমাধ্যমকে মার্তিনেস বলেন, ‘এই দল দুটি গোল করা ও ম্যাচ জেতার জন্যই গড়া। ব্রাজিলের বিপক্ষে বল পায়ে রাখা নয় বরং আপনি বল নিয়ে কি করবেন সেটা গুরুত্বপূর্ণ।’

‘কিন্তু এটা আমাদের খেলোয়াড়দের জন্য একটা স্বপ্নের ম্যাচ। তারা এমন ম্যাচ খেলার জন্যই জন্মেছে। স্বাভাবিকভাবে আমরা জিততে চাই। কিন্তু অন্যরা আমাদের কাছে এটা প্রত্যাশা করে না। আর সেটাই গুরুত্বপূর্ণ পার্থক্য।’ তিনি বলেন,‘আমরা জানি যে আমরা কি করতে পারি। কিন্তু ব্রাজিল ফেভারিটের তালিকায় আছে।’

শুক্রবারের ম্যাচে সহজ কৌশলেই এগোতে চান মার্তিনেস।

‘ব্রাজিলের মতো একটা দলের বিপক্ষে, আপনাকে অবশ্যই ১১ জন খেলোয়াড় দিয়েই আক্রমণ ও রক্ষণ সামলাতে হবে। আমরা কোনো নির্দিষ্ট কৌশল নিয়ে কথা বলছি না কিন্তু বল পায়ে থাকলে আমাদের কি করতে হবে বুঝতে পারছি।’
বেলজিয়ামের কোচ বলেন, ‘আমি মনে করি না এটা অনেক রহস্যের কোনো ম্যাচ হবে। যতটা পারি আমাদের রক্ষণ সামলাতে হবে এবং যখন আমাদের কাছে বল থাকবে তাদের ব্যথার কারণ হতে হবে। কৌশলটা এমনই সহজ হতে পারে। দল সে জন্য প্রস্তুত।’

জাপানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে একাদশে ঢোকার দাবি জোরালো করেছেন দুই মিডফিল্ডার মারোয়ান ফেলাইনি ও নাসের শাদলি। দল সাজাতে মধুর সমস্যায় থাকা মার্তিনেস আভাস দিয়েছেন ফেলাইনিকে শুরুর একাদশে রাখার।

‘এই দলে একজন কোচ হিসেবে আমার অনেক বিকল্প আছে। কিন্তু আমি জানি কি করতে চাই। আমাদের শক্তি প্রয়োজন হবে। যদি আমরা সোমবারের মতো একই মানসিকতা দেখাতে পারি, আমাদের অনেক বড় সুযোগ থাকবে।’

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে বেলজিয়াম। ১৯৮৬ সালে টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছেছিল ইউরোপের দেশটি। বিশ্ব মঞ্চে এটিই তাদের ইতিহাসের সেরা অর্জন। এবারে সেই কীর্তি স্পর্শ করতে চায় তারা।

‘আমরা এর জন্য দুই বছরের বেশি সময় কঠোর পরিশ্রম করেছি এবং আমরা প্রস্তুত। আমরা আমাদের সব ম্যাচ জিতেছি, সবাই খেলেছে এবং আমরা ১২টি গোল করেছি।’

‘যদি আমরা ভালো খেলি, আমরা অনেক সুযোগ সৃষ্টি করতে পারব। কিন্তু এখানে ভুলের কোনো সুযোগ নেই। যদি আমরা ব্রাজিলকে একটা সুযোগ দেই, তারা এটা গ্রহণ করবে। আমি মনে করি এটা টুর্নামেন্টের সেরা ম্যাচ হবে।’

ব্রাজিল ও বেলজিয়ামের মধ্যে জয়ী দল সেন্ট পিটার্সবার্গে আগামী মঙ্গলবার ফ্রান্স অথবা উরুগুয়ের মুখোমুখি হবে।

 


আরো সংবাদ



premium cement
এবারের বিজয় দিবস মহাআনন্দের : প্রধান উপদেষ্টা মুলাদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণ করেছে : নাহিদ ব্যাংকে চাকরি প্রার্থীদের বয়সসীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন স্মৃতিসৌধে ভৈরবে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৫ পশ্চিম আফ্রিকা জোটের বৈঠক, সামরিক শাসকদের প্রস্থানের ওপর গুরুত্বারোপ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রয়োজন : আসিফ নজরুল বিজয়নগরে গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে আরেকটি মামলা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সকল