১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সবাইকে ছাড়িয়ে হ্যারি কেন

হ্যারি কেন সবাইকে ছাড়িয়ে - ছবি : এএফপি

ফুটবল দলীয় খেলা, দিন শেষে শিরোপা জয়ী দলকেই সবাই মনে রাখে। তবু এই শিরোপার মধ্যেও কেউ কেউ অন্যদের ছাড়িয়ে যান
ব্যক্তিগত সাফল্যে। গোল্ডেন বুট ও গোল্ডেন বল বিশ্বকাপের ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে বড় দুটি পুরস্কার। গোল্ডেন বল বা টুর্নামেন্টের
সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য বিশ্বকাপের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলেও গোল্ডেন বুট পুরস্কারটি হচ্ছে সর্বোচ্চ গোলদাতার।

এখন পর্যন্ত গোল্ডেন বুট পুরস্কারের জন্য এগিয়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। তিন ম্যাচে ছয়টি গোল করেছেন তিনি(গ্রুপের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন)। প্রথম রাউন্ডে পাঁচ গোল করা কেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেন। প্রথম রাউন্ডে চার গোল করে কেনের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিলেন বেলজিয়ামরে রোমেলু লুকাকু ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। লুকাকু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গোল পাননি। তবে তার দল যেহেতু কোয়ার্টার ফাইনালে গেছে, তাই এই লড়াইয়ে এখনো কেনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ আছে তার সামনে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হেরে বিদায় নিয়েছে, সেই ম্যাচে গোলের দেখাও পাননি সিআরসেভেন।

অথচ শুরুতে কেনকে হিসাবেই রাখেননি অনেকে। টটেনহ্যাম হটস্পারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক গোল করলেও কেনকে গোল্ডেন বুট বিজয়ীর সম্ভাব্য এতটা জোরালোভাবে রাখা হয়নি। অথচ, সেই হ্যারি কেনের হাতেই এবার হয়তো উঠতে যাচ্ছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ড্নে বুট। দ্বিতীয় রাউন্ডেই নিজের নামের পাশে লিখে ফেলেছেন তিনি ৬ গোল। কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচেও তিনি গোল করেছেন একটি, পেনাল্টি থেকে।

কেনের ৬ গোলের মধ্যে মোট ৪টিই এসেছে পেনাল্টি থেকে। অসাধারণ এক গোল ছিল তিউনিসিয়ার বিপক্ষে। পানামার বিপক্ষে করেন হ্যাটট্রিক। যার মধ্যে দুটিই পেনাল্টি থেকে। একটি আচমকা তার পায়ে লেগে। গোলের চেষ্টাও ছিল না তার। কিন্তু কী সৌভাগ্য! বল তার পায়ে লেগে জমা পড়েছিল পানামার জালে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামেননি কেন। না হয়, ওই ম্যাচে আরও গোল হয়তো পেতে পারতেন। যাই হোক,
মাঠে নেমেছেন কলম্বিয়ার বিপক্ষে। তবে ম্যাচের ৫৭ মিনিটে বক্সের মধ্যে কেনকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। সেই পেনাল্টি
থেকে গোল করেন কেন নিজে। সে সঙ্গে এখনও পর্যন্ত তার নিজের নামের পাশে লেখা হয়ে গেল ৬ গোল।

এবার যদি হ্যারি কেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিততে পারেন, তাহলে তিনি হবেন গ্যারি লিনেকারের পর দ্বিতীয় ইংলিশ
ফুটবলার। ১৯৮৬ বিশ্বকাপে গ্যারি লিনেকার ৬ গোল করে জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট।

আরো পড়ুন : বেলজিয়ামকে নিয়ে যা ভাবছেন সিলভা

বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। কঠিন এই প্রতিপক্ষকে মোকবেলা করার জন্য হতে প্রস্তুত হচ্ছেন থিয়াগো সিলভা।

সামারা অ্যারেনায় সোমবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সিলভার নেতৃত্বে মেক্সিকোকে ২-০ গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে প্রথম গোলটি করার পাশাপাশি ফিরমিনোর ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন নেইমার।

অন্য দিকে জাপানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রবার্তো মার্টিনেসের দল। আগামী শুক্রবার কাজান অ্যারেনায় শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি ও স্পেন। সিলভা জানেন ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণের আগে পার হতে হবে বেলজিয়ামের কঠিন বাধা।

বেলজিয়ামের ব্যাপারে সিলভা বলেন, ‘তারা শারীরিক ও কৌশলের দিক থেকে খুবই শক্তিশালী। শেষ আটে খেলাটা বেলজিয়ামের প্রাপ্য। আমি মনে করি, সব প্রতিযোগিতায় ব্রাজিল ফেভারিট থাকে। কিন্তু আমরা জানি যে, সেটা যথেষ্ট নয়।’

তিনি আরো বলেন, ‘যদি আমরা শিরোপা জিততে চাই, আমাদের কঠোর পরিশ্রম করতেই হবে এবং প্রতিটি ম্যাচেই আমাদের সেরাটা দিতে হবে। আমরা ভালোভাবে কাজ করা ও একইসাথে বিশ্রাম নেয়া চালিয়ে যাব। কারণ শুক্রবারের ম্যাচটা আরো কঠিন হবে।’

ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচে গোল করে ও করিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন নেইমার। তবে মাঠের দারুণ পারফরম্যান্সের সাথে 'নাটক' করায় সমালোচনার মুখে পড়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মেক্সিকোর মিডফিল্ডার মিগেল লাইয়ুন বুটের ডগা দিয়ে নেইমারের গোড়ালিতে হালকা মাড়িয়ে দেন। এতে নেইমারের প্রবল প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও ও লাইয়ুন। তবে সতীর্থের পাশে থাকছেন সিলভা। ‘এটা স্বাভাবিক, কারণ তার অনেক দক্ষতা আছে। তাকে আটকাতে প্রতিপক্ষের খেলোয়াড়েরা ফাউল করে। কারণ নেইমারকে আটকানো এবং ফাউল না করে বল কেড়ে নেয়া সবসময় কঠিন।’


আরো সংবাদ



premium cement
২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণ করেছে : নাহিদ ব্যাংকে চাকরি প্রার্থীদের বয়সসীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন স্মৃতিসৌধে ভৈরবে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৫ পশ্চিম আফ্রিকা জোটের বৈঠক, সামরিক শাসকদের প্রস্থানের ওপর গুরুত্বারোপ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রয়োজন : আসিফ নজরুল বিজয়নগরে গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে আরেকটি মামলা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে বাশারকে উৎখাতের এক সপ্তাহ পর স্কুল খুলে দিয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা

সকল