০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রেফারির বিরুদ্ধে আঙুল তুলল কলম্বিয়া

বিশ্বকাপ, ফালকাও
রেফারির সাথে বিতর্কে জড়িয়ে পড়েন রাদামেল ফালকাও - সংগৃহীত

নক আউটের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতেছে ইংল্যান্ড। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ সমতায় থাকায় পরে টাইব্রেকারে গড়ায়। পরে ৪-৩ গোলে হেরে মাঠ ছাড়ে কলম্বিয়া। ম্যাচ শেষে য়ুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গেইগারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছেন কলম্বিয়ার রাদামেল ফালকাও।

তার অভিযোগ, ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ইংল্যান্ডের পক্ষে পেনাল্টির বাঁশিও বাজিয়েছিলেন গেইগার। তিনি বলেন, 'রেফারি আমাদের অনেক বিরক্ত করছিল। ৫০-৫০ অবস্থায় সে সবসময় ইংল্যান্ডের পক্ষে বাঁশি বাজাচ্ছিল। এটা আমাদেরকে পেছনে ঠেলে দিচ্ছিল। দুই দলের প্রতি তিনি সমান আচরণ করছিলেন না।'

তিনি আরো অভিযোগ করেন, 'যখন কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হচ্ছিল তিনি ইংল্যান্ডের পক্ষে যাচ্ছিলেন। এটা লজ্জার ব্যাপার যে, বিশ্বকাপের শেষ ষোলোয় এমন ঘটনা ঘটলো।'


আরো সংবাদ



premium cement