কোয়ার্টার ফাইনালের সময় সূচি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুলাই ২০১৮, ১২:২৭, আপডেট: ০৪ জুলাই ২০১৮, ১২:৩৯
রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বের লড়াই শেষ হলো মঙ্গলবার রাতে। শেষ ষোলো থেকে আট দল এবারের আসর থেকে বিদায় নিয়েছে। বাকি আট দল পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে সুযোগ পাওয়া দলগুলো হলো স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইডেন ও ইংল্যান্ড। বাদ পড়া আটটি দল হলো আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ডেনমার্ক, মেক্সিকো, জাপান, সুইজারল্যান্ড ও কলম্বিয়া।
আগামী ৬ জুলাই থেকে শুরু হবে চলতি বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল। ওই দিন দুটি ম্যাচ রয়েছে। নিজনি নভগোরোদে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ওই দিন টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। কাজানে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
৭ জুলাই সামারাতে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টারফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সুইডেন ও ইংল্যান্ড। একই দিন সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় লড়বে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে লড়বে স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়া।
কোয়ার্টারফাইনাল শেষে ১০ ও ১১ জুলাই হবে এবারের আসরের দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই হবে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ। ১৫ জুলাই মস্কোতে ফাইনাল দিয়ে শেষ হবে ২১তম ফুটবল বিশ্বকাপ।
কোয়ার্টার ফাইনালের সূচি :
৬ জুলাই : ফ্রান্স-উরুগুয়ে (রাত ৮টা)।
৬ জুলাই : ব্রাজিল-বেলজিয়াম (রাত ১২টা)।
৭ জুলাই : ইংল্যান্ড-সুইডেন (রাত ৮টা)।
৭ জুলাই : রাশিয়া-ক্রোয়েশিয়া (রাত ১২টা)।
আরো পড়ুন : বেলজিয়ামের সোনালি প্রজন্ম কি শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় করবে?
জাপানের বিপক্ষে বেলজিয়াম ২-০ গোলে পিছিয়ে ছিল এবং তাদের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পথে ছিল কিন্তু খেলার শেষ ২১ মিনিটের জাদুতে সবকিছু যেন পাল্টে গেল এবং রেড ডেভিলরা শেষ আটে জায়গা করে নিলো। ২০১৬ সালে তারা ফিফা র্যাংকিংয়ে ১ নম্বর পজিশনে ছিল কিন্তু সে বছরই ইউরোতে তারা ওয়েলসের মতো ছোট দেশের কাছে পরাজিত হয়ে ইউরো থেকে বিদায় নিলো। ইউরোতে কোয়ার্টার ফাইনালেই তাদের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। আরো একটি ফুটবল প্রতিযোগিতায় তারা দেশকে কিছু দিতে ব্যর্থ হয়েছিল। এবার তাদের রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিলের। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল এবার তাদের প্রতিপক্ষ ছিল মেসির আর্জেন্টিনা। ম্যারাডোনার দেশ শেষ পর্যন্ত ফাইনালে গিয়েছিল কিন্তু জার্মানির কাছে পরাজিত হয়ে তাদেরও স্বপ্ন ভঙ্গ হয়েছিল। কিন্তু বেলজিয়ামের এই স্কোয়াডের কী হবে? রবার্ট মার্টিনেজের দলে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা অনেক খেলোয়াড় আছেন। তারা কি পারবে এবার দেশকে বিশ্বকাপ এনে দিতে?
যে ১৩ জন ফুটবলার জাপানের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনে খেলেছেন একটি রেকর্ডের অংশীদার হয়েছেন ১৯৭০ বিশ্বকাপের নকআউট পর্বে ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন। ১৯৬৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কোরিয়া ডিপিআর পর্তুগালের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল কিন্তু শেষ পর্যন্ত ইউসোবিওর অসাধারণ নৈপুণ্যে পর্তুগাল ৫-৩ গোলের জয় পায়। বেলজিয়ামের এই দলে ৩২ বছর বয়স্ক ভিনসেন্ট কোম্পানি এবং ৩১ বছর বয়স্ক ড্রাইস মার্টেনস এবং জেন ভার্টনগেন আছেন। কোম্পানি, বেলজিয়ান গোলরক্ষক করটুইস এবং এডেন হ্যাজার্ড এই তিন জন মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছেন আট বার। রবার্ট মার্টিনেজের বড় নামের খেলোয়াড়রা কি বিশ্বকাপের শেষ পর্যন্ত যেতে পারবেন? ইংল্যান্ডের রক্ষণভাগের সাবেক খেলোয়াড় রিও ফার্দিনান্দ আশা করছেন বেলজিয়ামের এই দলটি বিশ্বকাপে শিরোপা জয় করতে পারে।
তিনি বলেন, ‘ জাপানের বিপক্ষে তারা যে গতি পেয়েছে সেটা ব্রাজিলের বিপক্ষে অব্যাহত রাখতে পারলে আমি রেড ডেভিলদেরকেই জয়ী হিসেবে দেখতে পাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘জাপানের ম্যাচ থেকে তারা নিজেদের ওপর বিশ্বাস নিয়ে ফিরেছে। যেকোনো ম্যাচে যেকোনো পরিস্থিতি এবং যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের বিশ্বাস, যা কোনো দলের মধ্যে থাকা খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় অ্যালান শিয়েরার বেলজিয়ান কোচের বেশ প্রশংসা করেছেন। মার্টিনেজ ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটি, উইগান অ্যাথলেটিক এবং এভারটনের কোচ ছিলেন।
শিয়েরার বলেন, ‘দ্বিতীয়ার্ধে মার্টিনেজের ফুটবলারদের সামনে অনেক জটিল প্রশ্ন ছিল। আপনাকে কিছু একটা পেতে হবে এর সমাধান পেতে এবং তারা সেটা বেশ ভালোভাবেই পেয়েছে। চেলসি স্ট্রাইকার ক্রিস সার্টন বলেন, ‘তারা ২-০ গোলে পিছিয়ে ছিল কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলে জয়ী হয়েছে। এটাই কি সত্যিকার চ্যাম্পিয়ন হওয়ার কোনো নিদর্শন? এই নিদর্শন বজায় রেখে বেলজিয়ামের সোনালি প্রজন্মের ফুটবলাররা কি নিজেদের দেশকে বিশ্বকাপ এনে দিতে পারবে।