আমরা ভালো ম্যাচ উপহার দিয়ে জিতেছি : সিলভা
- ক্রীড়া প্রতিবেদক, রাশিয়া থেকে
- ০৩ জুলাই ২০১৮, ১৪:২৫, আপডেট: ০৩ জুলাই ২০১৮, ১৪:৪৫
মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল, যা তাদের নিয়ে গেছে কোয়াটার ফাইনালে। ফলে খেলা শেষে যথেষ্ট ফুরফুরে মেজাজে ছিলেন ব্রাজিলের ফুটবলারেরা। মিক্সড জোনে এসে উৎফুল্ল চিত্তেই মিডিয়াকে সময় দিলেন ব্রাজিলের অধিানয়ক থিয়েগো সিলভা। জানান, ‘আমরা বেশ ভালো খেলেই জয় পেয়েছি। তবে তুমুল ফাইট দিয়েছে মেক্সিকো।’
সামারার গরম আবহাওয়া সমস্যায় ফেলেছিল ব্রাজিল দলকেও। সে কথাও বলতে ভুল করলেন না এই ডিফেন্ডার। জানান, 'গরমে বেশ কষ্ট হচ্ছিল। এরপরও আমরা গ্রেট গেম উপহার দিয়ে জয় আদায় করে নিয়েছি।’
তার ওপর ব্রাজিলের জনগণ একটু ক্ষুদ্ধ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৪ সালে চিলির বিপক্ষে টাইব্রেকারে জয়ের পর আমি কেঁদেছিলাম। এজন্যই তারা আমাকে কম পছন্দ করে।’
তিতে বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিডফিল্ডার উইলিয়ান। তার মতে, ‘আমরা প্রথমার্ধে টেকনিকের অংশ হিসেবে খেলতে দিয়েছি মেক্সিকোকে। তাই তারা একটু সুবিধা পেয়েছে। কিন্তু বিরতির পর যখন আমরা খেলা শুরু করি তখন আর দাঁড়াতে পারেনি তারা।’
চেলসিতে খেলা এই ফুটবলার জানান, ব্রাজিলের রক্ষণভাগ বেশ ভালো। তাই আমরা কম গোল হজম করেছি। আর এর ওপর ভর করে আমাদের ফরোয়ার্ডরা গোল পাচ্ছে নিয়মিত। বিশ্বকাপের আগে লম্বা সময় ধরে আমরা কোনো গোল খাইনি। এটা তো মজবুত ডিফেন্স লাইনেরই উদহারণ।