১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইংল্যান্ডের মুখোমুখি রদ্রিগেজের কলম্বিয়া

বিশ্বকাপ
ইংলিশরা রাউন্ড অব সিক্সটিনে হামেশ রদ্রিগেজের কলম্বিয়ার মুখোমুখি হবে - সংগৃহীত

ইংলিশ তারকা ডেলে আলি জানিয়েছেন, তাদের কোচ গ্যারেথ সাউথগেট গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হ্যারি কেনের মতো তারকাকে বিশ্রামে রেখে থ্রি লায়ন্সরা যে গতি প্রাপ্ত হয়েছে গ্রুপ পর্বে, তাতে কোনো ব্যাঘাত ঘটাননি। ইংলিশরা রাউন্ড অব সিক্সটিনে হামেশ রদ্রিগেজ ও রাদামাল ফ্যালকাও-এর কলম্বিয়ার মুখোমুখি হবে। ইংল্যান্ড নিজেদের গ্রুপ জি’র শেষ ম্যাচে রেড ডেভিল খ্যাত বেলজিয়ামের কাছে পরাজিত হয় ১-০ গোলে। গুঞ্জন ছিল সহজ প্রতিপক্ষ জাপানকে পাওয়ার আশায় এই ম্যাচে দুই দেশই হারতে চাইবে; কিন্তু নিজেদের শেষ ম্যাচে জাপান লেভানডস্কির পোল্যান্ডের কাছে পরাজিত হওয়ায় কলম্বিয়া এইচ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে আসে এবং জাপান তাদের পেছনে। গ্রুপ জি’র রানার্স-আপ হিসেবে তাই হ্যারি কেনের ইংল্যান্ডকে মুখোমুখি হতে হবে গ্রুপ এইচের চ্যাম্পিয়ন কলম্বিয়ার, যেখানে তারা জাপানের মুখোমুখি হওয়ার আশা করেছিল। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বলে।

জাপানের পরিবর্তে রাউন্ড অব সিক্সটিনে কলম্বিয়াকে পাওয়ায় গ্যারেথ সাউথগেটের মন কিছুটা খারাপ হতেই পারে। কারণ জাপানের তুলনায় শক্তি-সামর্থ্যরে বিবেচনায় হোসে পেকারম্যানের কলম্বিয়া সব দিক দিয়ে এগিয়ে। ডেল আলি এসব নিয়ে চিন্তা করতে চাইছেন না এবং কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত। কলম্বিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের দ্বৈরথ জয় করতে পারলে থ্রি লায়ন্সরা শেষ আটে সুইডেন কিংবা সুইজারল্যান্ডের ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। নিজেদের রক্ষণভাগকে নিয়ে সাউথগেটকে আরো একটু বেশি ভাবতে হবে বা মনোযোগী হতে হবে। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে থ্রি লায়ন্সরা এই নিয়ে পরপর ১৫ ম্যাচে কিন শিট বা গোলশূন্য অবস্থায় শেষ করতে পারল না। যদিও ইংলিশরা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে। কারণ কলম্বিয়ার ক্যাম্পে তাদের সেরা ফুটবলার হামেশ রদ্রিগেজের ইনজুরি নিয়ে চিন্তা আছে এবং রাউন্ড অব সিক্সটিনে তিনি না-ও খেলতে পারেন মঙ্গলবারের লড়াইয়ে।

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের হয়ে খেলা ডেলে আলি বলেন, ‘বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটিতে আমাদের একাদশ কিছুটা দুর্বল ছিল। অনেকটা যেন ‘এ’ দলের মতো। কিন্তু আমরা সবাই একসাথে আছি। বেলজিয়ামের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই খেলেছে। আমাদের কোচ একটি সিদ্ধান্ত নিয়েছিল এবং আমরা তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছি। আমরা নিজেদের খেলার ধারা বা গতি হারাইনি।’

তিনি আরো বলেন, ‘আমরা যুদ্ধ করা এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। বেলজিয়ামের বিপক্ষে পরাজয়টিকে আমরা ইতিবাচকভাবে নিয়েছি। তারা বেশ শক্তিশালী দল। আমরাও তাই।’

হ্যারি কেনকে বেলজিয়ামের বিপক্ষে বিশ্রুাম দিয়েছিলেন সাউথগেট। কলম্বিয়ার বিপক্ষে জন স্টোনসের খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে কারণ বেলজিয়ামের বিপক্ষে তিনি কিছুটা আঘাত পেয়েছিলেন।

কলম্বিয়া, ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত। যদিও তারা রাশিয়া বিশ্বকাপে নিজেদেরকে তেমনভাবে মেলে ধরতে পারেনি। হিট এবং মিস এভাবে খেললেও তারা গ্রুপ এইচের শীর্ষস্থান নিয়েই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে। পোল্যান্ডকে তারা গ্রুপ পর্বে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। যারা গ্রুপ এইচের ফেভারিট ছিল। জাপানের বিপক্ষে তারা দশজনের দল নিয়ে ২-১ গোলে পরাজিত হয় এবং সেনেগালের সাথে খুব একটা ভালো না খেলেও ১-০ গোলে জয় লাভ করে। হামেশ রদ্রিগেজের ইনজুরি পেকারম্যানের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। সেনেগালের বিপক্ষে মাংশপেশিতে কিছুটা ব্যথা পেয়েছিলেন বায়ার্ন মিউনিখ ও কলম্বিয়ার এই তারকা ফুটবলার।

ইংল্যান্ডের বিপক্ষে তিনি একাদশে থাকছেন কি থাকছেন না এটি কলম্বিয়ার শিবির থেকে পরিষ্কার করে বলা হয়নি। যদি তিনি ইংল্যান্ডের বিপক্ষে না খেলতে পারেন তাহলে রাদামাল ফ্যালকাও আক্রমণভাগে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। যদিও তিনি একা নন। লুইস মুরিয়েল থাকছেন তার সাথে। ‘এল টিগগ্রের’ আক্রমণভাগ যেন খেলার সময় বিচ্ছিন্ন না হয়ে যায় তাই এই ব্যবস্থা কোচ পেকারম্যানের।

লা লিগায় সেভিয়ার আক্রমণভাগের এই তারকা বলেন, ‘কোচ আমাদেরকে নিশ্চিত করতে বলেছেন ইংল্যান্ডের বিপক্ষে ফ্যালকাও যেন একা না হয়ে পড়েন। আমি তার সঙ্গী হবো। সে যেন প্রতিপক্ষের চার ডিফেন্ডারকে একাই সামলে শক্তি ক্ষয় না করে। আমরা একে অপরের খেলা ভালোভাবে বুঝি এবং ঈশ্বরের ইচ্ছায় ম্যাচ যত সামনে যাবে আমাদের খেলা তত ভালো হবে আশা করছি।’

কোচ পেকারম্যান মাঝমাঠে আবেল এগুয়েলরকেও ডাকতে পারেন একাদশে। কারণ মাঝমাঠে বিশ্বস্ত এডাকটরকে এই ম্যাচে ইনজুরির জন্য পাওয়া যাবে না। এই বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছেন হুয়ান ফার্নান্দ কুইনটারো। আর্জেন্টিনার ঘরোয়া লিগের জায়ান্ট রিভার প্লেটের হয়ে খেলা এই ফুটবলারের পাস করার ক্ষমতা দিয়ে চিন্তা এনে দিতে পারেন ইংলিশ শিবিরে।

রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের কথা আসলেই একজনের চেহারা সামনে ভেসে আসে তিনি হচ্ছে টটেনহাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেন। যিনি পাঁচ গোল দিয়ে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার আগে আছেন। গ্রুপ পর্বে নিজেকে বেশ ভালোভাবে মেলে ধরা হ্যারি কেন কলম্বিয়ার বিপক্ষে কেমন করেন সেটাই দেখার বিষয়। সাউথগেট একাদশ নিয়ে একটু পরীক্ষা করতে ভালোবাসেন এটি পরিষ্কার হয়ে গেছে। পানামার বিপক্ষে জয়ী দলের নয়জন খেলোয়াড়কে তিনি এরপর ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন। বেলজিয়ামের বিপক্ষে মার্কাস রাশফোর্ড ও জেমি ভার্ডিকে দেখা গেলেও কলম্বিয়ার বিপক্ষে হ্যারি কেন এবং জেসে লিঙ্গারডেরই থাকার কথা। তাদের সাথী হবেন রাহিম স্টার্লিং।

ইনজুরি নিয়ে সাউথগেটের কোনো চিন্তা নেই। কলম্বিয়া ৪-২-৩-১ ফরমেশনে এবং ইংল্যান্ডকে ৩-৫-২ ফরমেশনে খেলাতে পারেন কোচ পেকারম্যান এবং সাউথগেট। ইংল্যান্ড ও কলম্বিয়া এই নিয়ে চারবার মুখোমুখি হতে যাচ্ছে। ইংলিশরা এই লড়াইয়ে এগিয়ে আছে। তারা একবারো পরাজিত হয়নি এবং দু’টি ম্যাচে জয়ী হয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। লেস ক্যাফেটারস বা কলম্বিয়ার বিপক্ষে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপেও জয় পেয়েছিল ইংল্যান্ড।

দেখুন:

আরো সংবাদ



premium cement
মোদির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর প্রকল্পের মোড়কে বিশাল অর্থ লুটপাট করা হয়েছে : প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ নিয়ে মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্র রুখতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : কেরামত আলী সিএমএইচে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় ইসরাইল : নেতানিয়াহু বিডিইউ-তে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন মস্কোতে ২৫০ মিলিয়ন ডলার পাচার সিরিয়ার বাশারের সরকারের! লাখো পর্যটকে মুখরিত পাথুরে গাথা ইনানী সমুদ্র সৈকত জামায়াত আধুনিক কল্যাণ রাষ্ট্র উপহার দিতে বদ্ধপরিকর : মোহাম্মদ সেলিম উদ্দিন পতিত স্বৈরাচার-দোসরদের বিচার সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত : প্রধান উপদেষ্টা

সকল