১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উট বলছে জিতবে ব্রাজিল

উট বলছে জিতবে ব্রাজিল - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল নিয়ে চিন্তার অন্ত নেই ফুটবলপ্রেমীদের। প্রিয় দল জিতা নিয়ে কথা।প্রিয়দল জিতবে কে না চায়।প্রিয় দলের জয়-পরাজয়ের সম্ভাবনা নিয়ে অনেকেই দ্বারস্থ হন জ্যোতিষদের।


ফুটবলপ্রেমীদের ‘টেনশন’ কমাতে এবার এগিয়ে এসেছেন একজন জ্যোতিষী। নতুন এই জ্যোতিষী কিন্তু মানুষ নন। এটি একটি উট। তার নাম শাহিন।

সম্প্রতি কয়েকটি ম্যাচে কার তার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। এবার ব্রাজিল-মেক্সিকো ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে এই উট। ম্যাচে জিতবে ৫ বারের চ্যাম্পিয়নরা ব্রাজিল।

ভবিষ্যদ্বাণী করা এই উটের খোঁজ পায় ‘গালফ নিউজ’। তারা নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করেছে এই উটের ভবিষ্যদ্বাণী।

এবারের বিশ্বকাপ এ পর্যন্ত ২৯টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে উট, যার মধ্যে ১৯টিই সঠিক হয়েছে। এর আগে পল নামে একটি অক্টোপাস বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে খ্যাতি কুড়িয়েছিল। তবে পল মাত্র ৮টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল। যার প্রতিটিই মিলেছিল।

এর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচে তার করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এছাড়া কোয়ার্টার ফাইনালে চার ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণীর ৩টি মিলেছে।

এবার পালা ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের। বাংলাদেশ সময় রাত ৮টায় সামারায় শুরু হবে ম্যাচটি।

আরো পড়ুন: ‘আজ সেরাটা দেখাবেন নেইমার’
নকআউট পর্ব, তাই হারলেই বিদায়। তাছাড়া এই পর্ব থেকে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ান আর্জেন্টিনা ও স্পেনের বিদায় নেয়ায় শঙ্কাও বেড়েছে। এমতবস্থায় মেক্সিকোর বিরুদ্ধে আজ নিজের সেরাটা দেখানোর পরিকল্পনার নেইমারের।

বিশ্বকাপের কিছুদিন আগে চোটের কারণে নেইমারের রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি বাধাগ্রস্থ হয়েছিল। তবে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তারকা এই ফরোয়ার্ড সেরা ছন্দে ফিরেছে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

সামারা অ্যারেনায় আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে নেইমারের ফর্ম নিয়ে কথা বলেন তিতে।

গত ফেব্রুয়ারি পিএসজির হয়ে লিগ ওয়ানে খেলার সময় পায়ের মেটাটারসাল ভেঙে যায় নেইমারের। লম্বা সময় চিকিৎসা নেওয়ার কারণে বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি তিনি। তবে শঙ্কা কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেন। গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচে এক গোলও করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফরোয়ার্ড।

পিএসজির হয়ে কঠিন একটা মৌসুম কাটানো নেইমার এখন তার সত্যিকারের খেলাটা খেলছে বলেও বিশ্বাস করেন তিতে। সার্বিয়ার বিপক্ষে দলের সেরা তারকার খেলায় খুশি কোচ। ‘ড্রেসিংরুমে হওয়া আলোচনার কিছু বিষয় আমি বলতে পারি না, অন্যরা বলতে পারবে। সে অনেক-অনেক ম্যাচ খেলেছে এবং আমরা জানি এই পর্যায়ের পারফরম্যান্স ফিরে পাওয়ার জন্য সে কতটা কঠোর পরিশ্রম করেছে।’

‘(সার্বিয়ার বিপক্ষে) সে চমৎকার খেলেছিল, … আজ কি হবে জানি না, কিন্তু হ্যাঁ এখন সে তার সেরা ফর্মে ফিরেছে।’ সংবাদ সম্মেলনে তিতের পাশে থাকা ফিটনেস কোচ ফাবিও মাহসেরেদিয়ানও নেইমারের উন্নতির কথা জানালেন।

‘আপনার ট্র্যাকিং সিস্টেম আছে, যেটা আপনাকে ম্যাচের সময়কার তথ্য দিবে। আমার কাছে সব তথ্য আছে এবং সার্বিয়ার বিপক্ষে ম্যাচে তার অনেক উন্নতি হয়েছিল।’

‘(সার্বিয়ার বিপক্ষে) নেইমার তার স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছিল; সেটা তার সেরা নয় কিন্তু যেটা পেয়েছিল সেটাও তার সতীর্থদের পারফরম্যান্সের তুলনায় উঁচু মানের। কিন্তু সে সেরাটা ফিরে পাওয়ার কাছাকাছি আছে।’


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান সমন্বয়কদের স্কুলে ভর্তির ডিজিটাল লটারি মঙ্গলবার যুক্তরাজ্য সিরিয়াকে ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালিত চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সভাপতিসহ আটক ২ গাজীপুরে জামায়াতের বিজয় র‌্যালি ও সমাবেশ যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে তাদের পরিণতি ভালো হয়নি : রুমিন ফারহানা শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ বিজয় দিবসে আখাউড়ায় বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর শুভেচ্ছা বিনিময় যেভাবে আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ‘বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন’

সকল