০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রাশিয়া বিশ্বকাপের দশম আত্মঘাতী গোল

রাশিয়া বিশ্বকাপের দশম আত্মঘাতী গোল - ফিফা ডট কম

ইস্কোর ফ্রি কিক রামোসকে পায়ে নিতে দেননি ইগনাশেভিচ। স্প্যানিশ ডিফেন্ডারকে টেনে মাটিতে ফেলে দিয়েছিলেন, কিন্তু বল রুশ ডিফেন্ডারের গোড়ালিতে লেগে তাদের জালে জড়ায়। একটি লজ্জার রেকর্ড গড়েছেন ইগনাশেভিচ। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হয়ে বিশ্বকাপে আত্মঘাতী গোল দিলেন ৩৮ বছর ৩৫২ দিনের এই ডিফেন্ডার। এটিই  রাশিয়া বিশ্বকাপের দশম আত্মঘাতী গোল। যে গোল দিয়ে নকআউট পর্বের খেলায় মাত্র ১১ মিনিটে রাশিয়ার সাথে এগিয়ে গিয়েছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ান স্পেন। 

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শেষ আটে যাওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে রাশিয়া আর স্পেন। 

৪১তম মিনিটে সফল স্পট কিক থেকে রাশিয়াকে সমতায় ফেরান আর্তেম জুবা। হেড করতে লাফিয়ে উঠা জেরার্দ পিকের উঁচিয়ে থাকা হাতে পেছন থেকে জুবার হেড লাগলে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। ঠাণ্ডা মাথায় ডান দিক দিয়ে বল জালে পাঠান জুবা। গোলরক্ষক দাভিদ দে হেয়া ঝাঁপিয়েছিলেন উল্টো দিকে।

গ্রুপে টানা দুই ম্যাচের দাপুটে জয়ের স্মৃতি নিয়ে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হয়েছে রাশিয়া। মাঠে শুরু হয়েছে দুই দলের বাঁচা মরার লড়াই।

মস্কোতে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে স্পেনের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার।

বার্সেলোনার সাবেক খেলোয়াড়ের জায়গায় একাদশে এসেছেন রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও। স্পেনের কোচ ফের্নান্দো হিয়েরো আরেকটি পরিবর্তন এনেছেন দলে। বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারার বদলে মাঝমাঠে জায়গা পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোকে।

রাশিয়ার জন্য বড় ধাক্কা এসেছে ডেনিস চেরিশেভের না থাকার খবর। প্রথম দুই ম্যাচে ৩ গোল করা এই উইঙ্গার ইনজুরি থেকে সেরে উঠতে পারেনি। মিশরের বিপক্ষে তার বদলি হওয়া দালের কুজিয়ায়েভ একাদশে।

আরেকটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইউরি গাজিনস্কির বদলে এসেছেন ফেদোর কুদ্রিয়াশোভ।

স্পেন একাদশ: দাভিদ দে গেয়া, নাচো, জেরার্দ পিকে, সের্হিয়ো রামোস, জোর্দি আলবা, কোকে, সের্হিয়ো বুশকেৎস, দাভিদ সিলভা, ইসকো, মার্কো আসেনসিও ও দিয়েগো কোস্তা।

রাশিয়া একাদশ: ইগোর আকিনফেভ, সার্জেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপোভ, ফিওদোর কুদ্রিয়াশোভ, মারিও ফার্নান্দেস, ইউরি ঝিরকোভ, আলেক্সান্দার সেমেদোভ, রোমান জোবনিন, দালের কুজিয়ায়েভ, আরতেম জিউবা, আলেক্সান্দার গোলোভিন।

 


আরো সংবাদ



premium cement