প্রতিপক্ষ উরুগুয়ে, কঠিন চ্যালেঞ্জের মুখে রোনালদো
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুন ২০১৮, ১২:৪৬
বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণের প্রকৃত লড়াইয়ের সূচনাতেই কঠিন পরীক্ষার মুখে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে দুরন্ত পথযাত্রা সত্ত্বেও দলটিকে রাউন্ড অব সিক্সটিনেই লড়তে হচ্ছে লাতিন জায়ান্ট উরুগুয়ের বিপক্ষে। ফিফার ২১তম বিশ্বকাপের শেষ ষোলোর উদ্বোধনী দিনে দল দুটির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের উত্তাপে ফুটবল অঙ্গন। অপেক্ষার পালাও শেষ। আজই সোচিতে রাশান মেগা আসরের দ্বিতীয় রাউন্ডের অন্যতম আলোচিত খেলায় উরুগুয়ের মোকাবেলায় মাঠে নামছে ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগাল।
ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে ২০১৮ সালের বিশ্বকাপের সূচনাতেই শিরোনামে পর্তুগাল। স্পেনের বিপক্ষে অতি-মানবীয় ফুটবল নৈপুণ্য প্রদর্শনের পর তিনিই ইউরো চ্যাম্পিয়নদের রাশান টুর্নামেন্টের প্রথম জয়ও উপহার দেন। এর পরও গ্রুপের ১ নম্বর দল হিসেবে রাউন্ড অব সিক্সটিনে উঠতে পারেনি পর্তুগাল। গ্রুপ চ্যাম্পিয়ন মিশনের ব্যর্থতা নেতৃত্ব দিয়েছে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণের আসল লড়াইয়ের সূচনাতেই পর্তুগালের অ্যাসিড টেস্ট। চলমান টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে রোনালদো-নির্ভর এক দলে উদ্ভাসিত ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নেরা। একটি ইউনিট হিসেবে পারফরম করার রেসে সামর্থ্যরে স্বাক্ষর রাখতে ব্যর্থ পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে উন্নীতের টার্গেটে সাফল্য পেতে পর্তুগিজদের সামনে কঠিন চ্যালেঞ্জ একক রোনালদো-নির্ভরতা থেকে বেরিয়ে আসার। ইরানের বিপক্ষে রিয়াল মাদ্রিদ তারকার পেনাল্টি মিসে অল্পের জন্যই অঘটনের হাত থেকে রক্ষা মিলেছে ইউরোর শ্রেষ্ঠ দলটির।
গ্রুপ পর্বের শেষ খেলায় পেনাল্টি মিসের পরও উরুগুওয়ের বিপক্ষে রোনালদো-নির্ভরতায় মুক্তির পথ খুঁজছে পর্তুগাল। গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ সেনসেশনের জ্বলে ওঠার ব্যাপারে দারুণ আশাবাদী পর্তুগিজ ফুটবলার সোয়ারেস। তিনি বলেন, ‘উরুগুয়ে দারুণ একটি দল। কিন্তু আমাদের সাথে রয়েছে বিশ্বের শ্রৈষ্ঠ ফুটবলার। প্রতিভার বিচারে আমরা মোটেও পিছিয়ে নেয় উরুগুয়ের চেয়ে।
জয়ই আমাদের একমাত্র টার্গেট। আশা করছি আজ সেরা রোনালদোর দেখা পাবেন ভক্তরা।’ ২টি ড্র ও ১ জয়ে পর্তুগাল উঠেছে রাশান বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে। তিন ম্যাচে দলটির ৫ গোলের ৪টিই রোনালদোর একার। নকআউটের সূচনায় তার কাছ থেকেই সবচেয়ে বেশি প্রত্যাশা পর্তুগিজদের। তবে তার জন্য মোটেও সহজ হবে না উরুগুয়ের রক্ষণভাগে ফাটল ধরানোর কাজ। রিয়াল মাদ্রিদের সুপারস্টারকে অকেজো রাখার ক্ষেত্রে দিয়েগো গুডিনের অতীত সাফল্যের ইতিহাস দুশ্চিন্তার কারণ হবে পর্তুগিজ ভক্তদের।
টানা তিন ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে উরুগুয়ে। হজম করেনি একটি গোলও। এ গ্রুপ থেকে লাতিন দলটির পারফেক্ট পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান দিয়েগো গুডিনের নেতৃত্বাধীন রক্ষণভাগ। স্পেনের ক্লাব ক্যারিয়ারে একই নগরীর দুই দল রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার মাদ্রিদ ডার্বিতে রোনালদোকে অকেজো করে রাখার সামর্থ্য প্রমাণ করেছেন গুডিন। অ্যাথলেটিকোর ব্যাকলাইনে তার উপস্থিতির ২৬ ডার্বির ১৫টিতেই গোলবঞ্চিত রোনালদো। স্পেনের ক্লাব ফুটবলের হাইভোল্টেজ ডার্বিতে ক্যারিয়ারের ১৮ গোলের মধ্যে পেনাল্টি ও ফ্রি-কিক থেকেই নয়বার বল জালে প্রবেশ করান পর্তুগিজ অধিনায়ক।
মূলত আজই বিশ্বকাপের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের শেষ আটে উন্নীতের স্বপ্নপূরণে তার পারফরম করার বিকল্পও নেই। ফলে দ্বিতীয় রাউন্ডের খেলায় বাড়তি স্নায়ুচাপ মোকাবেলার পরীক্ষা থাকছে রোনালদোর সামনে। তুলনামূলকভাবে রিয়াল মাদ্রিদের সুপারস্টারের চেয়ে অনেক বেশি ফুরফুরে মেজাজে থেকে নকআউটের সূচনায় মাঠে পা রাখবেন উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেজ। দারুণ কাটছে তার রাশান বিশ্বকাপের সময়। সুযোগসন্ধানী বার্সেলোনা স্ট্রাইকার পর্তুগালের রক্ষণভাগের জন্য বাড়তি টেনশনের কারণ হবেন। ডি-বক্সের আশপাশে অবস্থান করবেন সুযোগ পেলে মুহূর্তের ম্যাজিকে বল জালে পাঠানোর জন্য।
আরো পড়ুন : উরুগুয়ে রোনালদোর ওপর দৃষ্টি রাখবে না
গ্রুপ এ থেকে সেরা হয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে লুইস সুয়ারেজ ও দক্ষিণ আমেরিকার উরুগুয়ে। গ্রুপ বি থেকে দ্বিতীয় স্থান নিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। রাউন্ড অব সিক্সটিনে এই দুই দেশ একে অপরের মুখোমুখি হবে। উরুগুয়ের রক্ষণভাগের খেলোয়াড় সিবাস্তিয়ান কোটেস মনে করেন, তার দলের শুধু পর্তুগালের সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেই সব দৃষ্টি দিলে হবে না, পুরো পর্তুগাল দলের ওপরই তাদের চাপ সৃষ্টি করতে হবে। রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের তুরুপের তাস রোনালদো রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্বেই দারুণ ফর্মে আছেন এবং তাদের আইভরিয়ান প্রতিবেশী স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক এবং ইরানের বিপক্ষে একটি গোলসহ মোট চারটি গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেনের পর। লুইস সুয়ারেজ এবং এডিসন কাভানি ও দিয়েগো গডিনসহ উরুগুয়ের বেশ কয়েকজন তারকা ফুটবলার আছে এবং রাশিয়া বিশ্বকাপে তারা গ্রুপ এ থেকে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে। বর্তমান ইউরোজয়ী পর্তুগালের বিপক্ষে তাই দুইবারের বিশ্বকাপ শিরোপাজয়ীদের লড়াই বেশ দারুণ ও রোমাঞ্চকর হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা এবং তাদের ভক্ত-সমর্থকেরা এই দুই মহাদেশের দুই জায়ান্ট দলের লড়াই বেশ উপভোগ করবে বলে মনে করা হচ্ছে।
কোটেস বলেন, ‘রাশিয়া বিশ্বকাপ বা ফুটবলের সেরা মঞ্চে নিজের দেশের হয়ে চারটি গোল করেছেন রোনালদো এবং তার ফর্মও আছে বেশ দুর্দান্ত। কিন্তু আমরা তাকে রক্ষণভাগে রুখব যেমনটা অন্য আক্রমণভাগের খেলোয়াড় বা যেকোনো পজিশনের ফুটবলারকে রুখে থাকি। সে আমাদের কাছ থেকে আলাদা কোনো দৃষ্টিভঙ্গি পাবে না।’
কোটেস আরো যোগ করেন, ‘রোনালদো একজন বিশ্বমানের ফুটবলার সেটা আমাদের ভালো করেই জানা আছে কিন্তু সে আমাদের থেকে একই রক্ষণ ও দৃষ্টি পাবে যেমনটা পুরো পর্তুগাল পাবে।’
উরুগুয়ের মধ্যমাঠের খেলোয়াড় ম্যাটিয়ান ভেসিনো বলেন, ‘আমার দল সতর্ক থাকবে যেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সেট পিস থেকে বেশি সুযোগ নিতে না পারে।’
ভেসিনো আরো বলেন, ‘যখন প্রতিপক্ষ ফ্রি কিক পায় বা ডি-বক্সের আশপাশে থাকে তখন আমাদের দৃষ্টি থাকবে যেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের ফাউল না করে কোনো সুযোগ না দেয়া। এবং যতটা সম্ভব তাদের ফ্রি-কিক থেকেও বঞ্চিত করা।’
তিনি আরো যোগ করেন মাঝে মধ্যে বাধা দেয়া বা প্রতিপক্ষের আক্রমণভাগের খেলোয়াড়কে ফাউল করাটা অনেকটা অনিবার্য বা অবশ্যই করণীয় কাজ হয়ে দাঁড়ায় কারণ তারা যখন গোল করার জন্য আপনার ডি-বক্সের বা বিপদসীমার মধ্যে এগিয়ে যায় তখন শুধু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে পারেন না।’