০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

হাইভোল্টেজ ৮ ম্যাচ

বিশ্বকাপ
বর্তমান ফুটবলবিশ্বের তিন তারকা মেসি-রোনালদো-নেইমারের দলই গেছে নক আউটে - সংগৃহীত

বিশ্বকাপে যোগ হয়েছে ভিন্ন এক মাত্রা। এখন থেকে নির্ধারিত সময়ের ফলাফল যদি ড্র থাকে তাহলে শেষ হয়ে যাবে না ম্যাচ। ড্র থাকলেই সেখানে অতিরিক্ত ১৫ মিনিট করে ৩০ মিনিট যোগ হয়ে যাবে। এরপর টাইব্রেকারে। তবে ফিফা এবারের বিশ্বকাপে যোগ করেছে নতুন নিয়ম। খেলা নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটে গেলে কোনো দল তাদের চতুর্থ অতিরিক্ত খেলোয়াড় নামানোর সুযোগ পাবে। ফলে বিশ্বকাপে উত্তেজনার পারদ বেড়ে যাবে প্রতিটা ম্যাচেই। হারলেই যেখানে বাদ সেখানেই সহজেই ছেড়ে দেবে না তারা। তা ছাড়া গ্রুপ পর্বের প্রচণ্ড লড়াই করে শ্রেষ্ঠত্ব দেখিয়ে আসা দলগুলোর দাবিটা একটু বেশিই থাকবে কোয়ার্টারের।

প্রতিটা ম্যাচেই হবে সেয়ানে সেয়ানে। বলার আর অপেক্ষা রাখে না ৩২ দলের মধ্য থেকে সেরা ১৬-এর এ লড়াই। অবশ্য এ নিয়েও বিতর্ক থাকবে বা আছে। জার্মানি কী সেরা ১৬-এর মধ্যে পড়ে না? এবারের ময়দানের লড়াইয়ে যে রেজাল্ট এসেছে তাতে জার্মানির যোগ্যতা ছিল না এটাই প্রমাণিত। তা ছাড়া বড় দুই দল ইতালি ও নেদারল্যান্ড তো রাশিয়ার টিকিটই পায়নি। সে কথা আর বলার সুযোগও নেই।

এ দিকে দ্বিতীয় রাউন্ড বলে কথা না। এখন থেকে যে দল হেরে যাবে সে দলেরই বিদায়। এমন টার্গেট সামনে রেখে আজ ফ্রান্স নামবে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে। একই দিন উরুগুয়ে মোকাবেলা করবে পর্তুগালের। ফ্রান্সের যেমন শিরোপা জয়ের যোগ্যতা রয়েছে। তেমনি আর্জেন্টিনারও। কিন্তু আজ তো এক দলকে বিদায় নিতেই হবে। এবারের আসরের ফিকচার বা হিসেবে এটাই এখন বাস্তব।

কাজানে হবে খেলা। ফলে কে হাসবে পল পগবা না লিওনেল মেসিরা সেটা সময়ই বলে দেবে। ঠিক একইভাবে একদল মুখ কালো করে বের হয়ে যাবে দ্বিতীয় ম্যাচেও। সোচিতে বার্সেলোনার তারকা লুইস সুয়ারেজের উরুগুয়ে লড়বে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে। বলার অপেক্ষা রাখে শেষ হাসি কার দেখার অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব। পরের দিন ১ জুলাই স্বাগতিকদের পালা। সাবেক চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে রাশিয়া। ইতোমধ্যে কম হুমকিধমকি দেয়নি রাশিয়ানরা। বলার অপেক্ষা রাখে না। নিজ মাঠে দর্শক সংখ্যাও থাকবে তাদেরই বেশি। কিন্তু মাঠের পারফরম্যান্সটাও লাগবে।

স্পেনের খেলোয়াড়রাও বহু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে অভ্যস্ত। একই সাথে কাব ফুটবলেও তারা খেলে বিশ্বের সব নামীদামি ফুটবলারদের সাথে। একই দিন ক্রোয়েশিয়া খেলবে ডেনমার্কের বিপক্ষে। ২ জুলাই প্রত্যাশিত আরেক ম্যাচ। ব্রাজিলের পালা। ব্রাজিল খেলবে এ রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে। ব্রাজিল সূচনা থেকেই ভালো খেলে এলেও মেক্সিকো শেষের দিকে কিছুটা গা-ছাড়া দিয়ে খেলেছে। বিশেষ করে সুইডেনেরে বিপক্ষে যে দলটি তিন গোল হজম করেছে তারা নেইমারের ব্রাজিলের বিপক্ষে ভালো কিছু করতে পারবে এটা এক্ষুণিই বলে দেয়া যায় না। মেক্সিকো পেছনের ব্যর্থতা ভুলে গিয়ে লড়াইয়ে নামলে অবশ্য সেটা ভিন্ন কথা। তবে উত্তেজনা থাকবে ম্যাচ। এটা আর বলার অপেক্ষা রাখে না।

একই দিন বেলজিয়াম খেলবে জাপানের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়াম ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। তাদের প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি জাপান। তবে জাপানিরা গ্রুপের শেষ ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। হেরে এসেছে তারা। তবু দ্বিতীয় রাউন্ডটা স্মরণীয় করে রাখতে আপ্রাণ চেষ্টা করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ৩ জুলাই দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচের দিন। এদিন সুইডেন লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে খেলবে ইংল্যান্ড কলম্বিয়ার বিপক্ষে।

সুইজারল্যান্ডের বিপক্ষে সুইডেন ফেবারিট অন্তত রাশিয়ার বিশ্বকাপে। গ্রুপে দু’টি খেলায় জিতেছে সুইডিশরা। সুইজারল্যান্ড অবশ্য হারেনি। একটি জয় অন্য দু’টিতে ড্র করেছে। ফলে এ ম্যাচেও তারা আপ্রাণ চেষ্টা করবে অপরাজিত থাকতে। কলম্বিয়া ইংল্যান্ডের মধ্যে ইংলিশরা ফেবারিট। বেলজিয়ামের বিপক্ষে কিছুটা গা-ছাড়া দিলেও এ ম্যাচে তারা হুঙ্কার দিয়েই নামবে মাঠে। কারণ ১৯৬৬ সালের পর আর শিরোপার দেখা মেলেনি। প্রথম রাউন্ডে জার্মান ও দ্বিতীয় রাউন্ডে বড় অনেকের বিদায়ে ইংলিশদের সামনে নতুন স্বপ্ন।

 

আরো পড়ুন : আজ উত্তেজনার পারদ আরো চড়বে

বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। মোট ৬৪টি ম্যাচের মধ্যে ৪৮টি অনুষ্ঠিত হয়েছে। বাকি আছে ১৬টি ম্যাচ। আজ শুরু হচ্ছে নক আউট পর্ব। উত্তেজনার পারদ আরো চড়বে এই রাউন্ড থেকে। কারণ যারা বাদ পড়বে তারাই বিদায় নিবে বিশ্বকাপ থেকে। তাই প্রতিটি ম্যাচই হবে শ্বাসরুদ্ধকর। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটি হবে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে। রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচটিতে মুখোমুখি হবে পর্তুগাল ও উরুগুয়ে। রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ সি'র শীর্ষ দল ফ্রান্স। তাদের সাথে আজ লড়বে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা।

আর গ্রুপ এ'র শীর্ষ দল উরুগুয়ের সাথে মোকাবেলা করবে গ্রুপ বি'র দুই নম্বরে থাকা পর্তুগাল।

চার দলের স্কোয়াড :

প্রথম ম্যাচ : ফ্রান্স vs আর্জেন্টিনা

ফ্রান্স

গোলরক্ষক : স্টিভ মানদান্দা, আলফোনসে আরিওলা, হুগো লরিস।

ডিফেন্ডার : লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেঞ্জামিন মেন্দি, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিব্রিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার : এনগুলো কান্তে, ব্লেইস মাতুইদি, স্টিভেন এনজোনজি, পল পগবা, ক্লোরেনতিন তোলিসো।

ফরোয়ার্ড : ওসমান ডেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, থমাস লেমার, কিলিয়ান এমবাপে, ফ্লোরিয়ান থাওভিন।

আর্জেন্টিনা

গোলরক্ষক : নাহুয়েল গুজমেন, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো।

ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মারকাদো, ফেডেরিকো ফ্যাজিও, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো।

মিডফিল্ডার : এভার বানেগা, জেভিয়ার মাসচেরানো, এডুয়ার্ডো সালভিও, লুকাস বিলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, এনজো পেরেস, ম্যাক্সিমিলিয়ানো মেজা, মার্কোস অ্যাকুনা।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ান পাভোন, পাওলো দিবালা, সার্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।

দ্বিতীয় ম্যাচ : উরুগুয়ে vs পর্তুগাল

উরুগুয়ে

গোলরক্ষক : ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা, মার্টিন কামপানা।

ডিফেন্ডার : মার্টিন ক্যাসেরাস, সেবাস্টিয়ান কোতেস, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা।

মিডফিল্ডার : গিওর্গিয়ান ডি আরাসকায়েটা, রদ্রিগো বেনটানকার, দিয়েগো লাক্সাল্ট, নাহিটান নানডেজ, ক্রিস্টিয়ান রডরিগুয়েজ, কার্লোস সানচেজ, লুকাস টোরেইরা, মাটিয়াস ভেসিনো।

ফরোয়ার্ড : এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ান স্টুয়ানি।

পর্তুগাল

গোলরক্ষক : অ্যান্থোনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিয়া।

ডিফেন্ডার : ব্রুনে আলভেজ, কেডরিক, হোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গুয়েরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন ডিয়াজ।

মিডফিল্ডার : অ্যাদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, উইলিয়াম কার্ভালহো।

ফরোয়ার্ড : আন্দ্রে সিলভা, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জেলসন মার্টিন্স, গনক্যালো গুয়েদেস, রিকার্ডো কারেসমা।


আরো সংবাদ



premium cement
লাল কার্ডে মাঠের বাইরে ভিনিসিয়াস ৭ বছর পর লন্ডনে মা ও মাতৃস্নেহ বঞ্চিত ছেলের সাক্ষাৎ রাশিয়ার সু-৩৪ সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা মাদুরোর শপথ গ্রহণের প্রাক্কালে বিক্ষোভ ও সমাবেশের প্রস্তুতি বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দীদের পরিবারগুলোর মামলা ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে স্বৈরাচারের দোসরদের অপপ্রচারের প্রতিবাদ গ্রামীণ ব্যাংকে কমতে পারে সরকারি মালিকানার অংশীদারিত্ব একেনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন থিকসানার হ্যাটট্রিকেও জিততে পারল না শ্রীলঙ্কা সাবেক ডিবি প্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সকল