মেসির জানালার সামনেই রোনালদোর প্রতিকৃতি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জুন ২০১৮, ১৮:২৫
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে রাশিয়ার কাজান শহরে পৌছে গেছে আর্জেন্টিনা দল। সেখানে মেসি এন্ড কোং উঠেছে তার তারকা রামাদা হোটেলে। আর সেই হোটেলর সামনের এক তিন তালা ভবনের গায়ে আকাঁ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরাট প্রতিকৃতি। লিওনেল মেসি হয়তো হোটেলের জানালা খুললেই চোখের সামনে ভেসে উঠবে চিরপ্রতিদ্বন্দ্বির অত বড় ছবি!
শনিবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। কাজানে এই ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মেসি বাহিনী। যদিও চোখের সামনে রোনালদোর ছবি মেসিকে যন্ত্রণায় ফেলতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল লিখেছে, প্রতিদিন সকাল বেলা মেসি রুমের জানালা খুললেই তার চোখে পড়বে সিআরসেভেনের বিরাট ছবিটি। যা আঁকা হয়েছিল গত বছর কনফেডারেশন কাপের সময়।
কনফেডারেশন কাপে খেলতে এই হোটেলেই অবস্থান করেছিলো পর্তুগাল দল। তাই রোনালদোকে স্বাগত জানাতে আক হয়েছিলো বিশাল ছবিটি। বিভিন্ন রং ব্যবহার করে তিন তালা ভবনটির দেয়াল জুড়ে আঁকা হয়েছে ছবিটি। বাড়ির পুরোটা জুড়েই আঁকা সেই চিত্রকর্মে দেখা যাচ্ছে, পর্তুগালের মেরুন রঙের জার্সি পরিহিত রোনাল্ডোর মুখে দুষ্টুমির ভঙ্গি। বাঁ চোখ টিপে রয়েছেন তিনি। ফ্ল্যাট বাড়ির অন্যদিকে ‘সিআর সেভেন’ লেখাও রয়েছে।
স্থানীয় মিডিয়ার দাবি, হোটেলের অধিকাংশ ঘর থেকেই দেখা যাবে পর্তুগিজ অধিনায়ককে। জানালা দিয়ে উঁকি মারারও দরকার নেই। শুধু পর্দা সরিয়ে জানালা খুললেই হবে। মনে হবে, বাইরে থেকে রোনালদো সার্বক্ষণিক নজর রাখছেন নীল-সাদা শিবিরে। মেসিদের জন্য সে বড় এক যন্ত্রণাই! কাজান মেয়র অফিসের এক কর্মকর্তা বলেছেন, আমরা মেসির ম্যুরাল আঁকারও সিদ্ধান্ত নিয়েছি। রোনালদোরটি গত বছরের আাঁকা।
আরো পড়ুন : কোরীয়দের ব্যঙ্গ করে চাকরি গেল মেক্সিকান উপস্থাপকের
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়েছে মেক্সিকো। আর এই আনন্দে আত্মহারা হয়ে যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষার একটি টিভি চ্যানেলের দুই উপস্থাপক চাকরিটাই খোয়ালেন। দুই উপস্থাপকের নাম জেমস তাহহান ও জেনিস বেনকোসমি।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর প্রধান ভাষা স্প্যানিশ। মেক্সিকানদের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল টেলেমুন্ডো প্রতিষ্ঠিত হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিভিত্তিক চ্যানেলটির চ্যানেলটির দুই উপস্থাপক বুধবার রাতে মেক্সিকোর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে পড়েন। লাইভ অনুষ্ঠান চলাকালেই তারা জানতে পারেন কোরিয়ার কারণেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার টিকিট পেয়েছে মেক্সিকো। খুশির খবর উদযাপন করতে তারা সেটেই নাচতে শুরু করে। এসময় দুই উপস্থাপক হাত দিয়ে চোখ ছোট করেন বিশেষ ভঙ্গিতে।
তারা কোরিয়ানদের জয় বোঝাতে দুই হাত দিয়ে চোখ ছোট করে মুখভঙ্গি করেন। সাধারণত পূর্ব এশিয়ার মানুষদের চোখ অন্যান্য অঞ্চলের লোকদের চেয়ে কিছুটা ছোট। কিন্তু দুই মেক্সিকান উপস্থাপকের এই কাণ্ডে ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই একে বর্ণবাদী মন্তব্য হিসেবে অভিহিত করেন। এর প্রতিক্রিয়ায় চ্যানেলটি ওই দুই উপস্থাপককে বরখাস্ত করে।
শেষ ম্যাচে সুইডেনের কাছে হারলেও জার্মানির পরাজয়ের কারণ দ্বিতীয় রাউন্ডে চলে যায় মেক্সিকো। এ জন্য তার দক্ষিণ কোরিয়ার কাছে কৃতজ্ঞ। ম্যাচের দিন সন্ধ্যায় মেক্সিকো রাজধানীতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের সামনে উচ্ছ্বাস করে কয়েক হাজার মেক্সিকান ফুটবলপ্রেমী। টুইটারে ব্যাপক সমালোচনা হওয়ার পর এই বর্ণবাদী আচরণের জন্য দুই উপস্থাপকের বিরুদ্ধে শাস্তি নেয়ার বিষয়টি জানিয়ে একটি বিবৃতি দিয়েছে টেলেমুন্ডো চ্যানেলটি।
অবশ্য অনেক মেক্সিকান নাগরিকই এই ঘটনায় কোন আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে নিজ নিজ ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থেকে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকদের কাছে। উপস্থাপকদের একজন জেমস তাহহান টুইটারে ক্ষমা চেয়ে লিখেছেন, এ ঘটনায় যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি।