০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কোরীয়দের ব্যঙ্গ করে চাকরি গেল মেক্সিকান উপস্থাপকের

টুইটারে এই ছবি পোস্ট করে প্রতিবাদ করেছেন অনেকে - ছবি : সংগ্রহ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়েছে মেক্সিকো। আর এই আনন্দে আত্মহারা হয়ে যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষার একটি টিভি চ্যানেলের দুই উপস্থাপক চাকরিটাই খোয়ালেন। দুই উপস্থাপকের নাম জেমস তাহহান ও জেনিস বেনকোসমি।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর প্রধান ভাষা স্প্যানিশ। মেক্সিকানদের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল টেলেমুন্ডো প্রতিষ্ঠিত হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিভিত্তিক চ্যানেলটির চ্যানেলটির দুই উপস্থাপক বুধবার রাতে মেক্সিকোর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে পড়েন। লাইভ অনুষ্ঠান চলাকালেই তারা জানতে পারেন কোরিয়ার কারণেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার টিকিট পেয়েছে মেক্সিকো। খুশির খবর উদযাপন করতে তারা সেটেই নাচতে শুরু করে। এসময় দুই উপস্থাপক হাত দিয়ে চোখ ছোট করেন বিশেষ ভঙ্গিতে।

তারা কোরিয়ানদের জয় বোঝাতে দুই হাত দিয়ে চোখ ছোট করে মুখভঙ্গি করেন। সাধারণত পূর্ব এশিয়ার মানুষদের চোখ অন্যান্য অঞ্চলের লোকদের চেয়ে কিছুটা ছোট। কিন্তু দুই মেক্সিকান উপস্থাপকের এই কাণ্ডে ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই একে বর্ণবাদী মন্তব্য হিসেবে অভিহিত করেন। এর প্রতিক্রিয়ায় চ্যানেলটি ওই দুই উপস্থাপককে বরখাস্ত করে।

শেষ ম্যাচে সুইডেনের কাছে হারলেও জার্মানির পরাজয়ের কারণ দ্বিতীয় রাউন্ডে চলে যায় মেক্সিকো। এ জন্য তার দক্ষিণ কোরিয়ার কাছে কৃতজ্ঞ। ম্যাচের দিন সন্ধ্যায় মেক্সিকো রাজধানীতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের সামনে উচ্ছ্বাস করে কয়েক হাজার মেক্সিকান ফুটবলপ্রেমী।  টুইটারে ব্যাপক সমালোচনা হওয়ার পর এই বর্ণবাদী আচরণের জন্য দুই উপস্থাপকের বিরুদ্ধে শাস্তি নেয়ার বিষয়টি জানিয়ে একটি বিবৃতি দিয়েছে টেলেমুন্ডো চ্যানেলটি।

অবশ্য অনেক মেক্সিকান নাগরিকই এই ঘটনায় কোন আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে নিজ নিজ ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থেকে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকদের কাছে। উপস্থাপকদের একজন জেমস তাহহান টুইটারে ক্ষমা চেয়ে লিখেছেন, এ ঘটনায় যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি।

আরো পড়ুন : দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখী
শেষ হলো রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৩২টি দল থেকে নিয়মানুযায়ী অর্ধেক অর্থাৎ ১৬টি দল পেল দ্বিতীয় রাউন্ডের টিকিট। আর বাকি ১৬ দলের বিশ্বকাপ শেষ। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলবে। এখান থেকেই শুরু হবে নকআউট পর্ব। যার মানে হচ্ছে, হারলেই বিদায়।

দ্বিতীয় রাউন্ড থেকে টিকে থাকবে শেষ ৮ দল, মানে কোয়ার্টার ফাইনাল। তারপর শেষ চার, মানে সেমিফাইনাল ও শেষ দুই দল খেলবে ফাইনালে। নকআউট পর্বের প্রথম ধাপ অর্থাৎ শেষ ষোলোর সেই লড়াই শুরু হবে শুরু হবে আগামীকাল ৩০ জুন শনিবার থেকে। প্রথম দিনেই মাঠে নামছেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা আর অন্য ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে উরুগুয়ে। ২ জুলাই মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত শেষ ষোলোর মঞ্চে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে।


দ্বিতীয় রাউন্ডের ফিকশ্চার

৩০ জুন-- ফ্রান্স বনাম আর্জেন্টিনা- রাত ৮টা- কাজান
৩০ জুন-- উরুগুয়ে বনাম পর্তুগাল- রাত ১২টা- সোচি

১ জুলাই-- স্পেন বনাম রাশিয়া- রাত ৮টা- মস্কো
১ জুলাই- ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক- রাত ১২টা- নিঝনি নোভগোরাদ

২ জুলাই-- ব্রাজিল বনাম মেক্সিকো- রাত ৮টা- সামারা
২ জুলাই-- বেলজিয়াম বনাম জাপান- রাত ১২টা- রোস্তভ

৩ জুলাই--সুইডেন বনাম সুইজারল্যান্ড- রাত ৮টা- সেন্ট পিটার্সবার্গ
৩ জুলাই--কলম্বিয়া বনাম ইংল্যান্ড- রাত ১২টা- মস্কো


আরো সংবাদ



premium cement
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দীদের পরিবারগুলোর মামলা ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে স্বৈরাচারের দোসরদের অপপ্রচারের প্রতিবাদ গ্রামীণ ব্যাংকে কমতে পারে সরকারি মালিকানার অংশীদারিত্ব একেনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন থিকসানার হ্যাটট্রিকেও জিততে পারল না শ্রীলঙ্কা সাবেক ডিবি প্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ ওয়াসার তাকসিমসহ ১০ জনের নামে দুদকের মামলা যুদ্ধাপরাধের দায়ে ব্লিঙ্কেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হামাস মতলবে গাছের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু টিসিবির নতুন চেয়ারম্যান ফয়সাল আজাদ

সকল