০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

শেষ রাউন্ডে ল্যাতিনদের জয়জয়কার

ফুটবল
মাঠে ব্রাজিলিয়ানদের উল্লাস - ছবি: সংগৃহীত

শুরুটা করেছিল উরুগুয়েই। পরবর্তীতে সে ধারা অব্যাহত রাখতে পারেনি আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া এবং ৩৬ বছর পর বিশ্বকাপে আসা পেরু। এরা সবাই ব্যর্থ প্রথম ম্যাচ জিততে। পেরুর পথ অবলম্বন করে কলম্বিয়া হেরে বসে প্রথম খেলাতেই। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ড্র করকে বাধ্য হয় নিজেদের উদ্বোধনী খেলায়। এই পয়েন্ট হারানোটা তিন দেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটাই ফেলে দেয় হুমকিতে। শেষ পর্যন্ত প্রথম পর্বের শেষ রাউন্ডে পাঁচ ল্যাতিন দেশেরই জয়জয়কার।

গ্রুপের তৃতীয় ম্যাচ জিতে নকআউট পর্বের টিকিট কেটে ফেলে ব্রাজিল, আর্জেন্টিনা এবং কলম্বিয়া। পেরু পেয়েছে সান্ত্বনার জয়। উরুগুয়ে অবশ্য প্রথম দুই খেলায় জিতে আগেই পরের ধাপ নিশ্চিত করে। তবে মধ্য আমেরিকান দেশ মেক্সিকোর মতো শেষ খেলায় হেরে বসেনি। প্রথম রাউন্ডে নিজেদের শতভাগ জয় আদায় করেছে স্বাগতিক রাশিয়াকে ৩-০তে উড়িয়ে দিয়ে। ২৫ জুন সামারায় হওয়া এই খেলায় উরুগুয়ের সুয়ারেজ এবং কাভানি গোল করেন। অপর গোল আত্মঘাতী।

শেষ খেলায় জয়ের দেখা পায় পেরু। অস্ট্রেলিয়াকে ২৬ জুন সোচিতে ২-০তে কাবু করে এবার প্লে-অফ খেলে বিশ্বকাপের ছাড়পত্র পাওয়া দলটি। সকারুজদের বিপক্ষে পেরুভিয়ানদের প্রথম গোল করেন আন্দ্রে কারিল্লো। এটা ৩৬ বছরর পর তাদের বিশ্বকাপে গোল। ১৯৮২ সালে পোল্যান্ডের কাছে ৫-১ গোলে হারের ম্যাচে পেরুর পক্ষে সর্বশেষ গোল করেছিলেন গুইলেরমো লা রোসা। ৩৬ বছরের ব্যবধানে এই দুই গোলের মধ্যে খেলার হিসেবে সময়ের ব্যবধান ২০৫ মিনিট। এবারের তিন ম্যাচ এবং ১৯৮২ সালের ম্যাচের সময়ের হিসেব এটি। পেরুর সাংবাদিক হোর্হে গঞ্জালোতো এই গোলের পর কেঁদেই দিলেন। তার প্রতিক্রিয়া, ‘১৯৮২ সালের সেই গোলের সময় আমার বয়স ছিল তিন বছর। সেই গোল আমি দেখিনি। এখন ৩৬ বছর পর আমার দেশ প্রথম গোল পেল বিশ্বকাপে।’ তাদের পরের গোল তারকা স্ট্রাইকার পাওলো গুইরেরোর।

পেরুর জয়ের দিনই সেন্ট পিটাসবার্গের মাঠে গ্রুপের শেষ ম্যাচে জয় আর্জেন্টিনার। জয়ের কোনো বিকল্প নেই এমন মহা গুরুত্বপূর্ন ম্যাচে লাওনেল মেসি এবং মার্কোস রোহোর গোলে ২-১ গোলে জয় নাইজেরিয়ার বিপক্ষে। আফ্রিকান দেশটির দরকার ছিল ড্র। পরের দিনই অর্থাৎ ২৭ জুন মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে জয়ের বন্দরে ব্রাজিল। ড্র হলেও চলবে এমন ম্যাচে পাঁচ বারের বিশ্ব জয়ীরা ২-০তে কাবু করে সার্বিয়াকে। গোলদাতা পাওলিনহো এবং থিয়েগো সিলভা। এই ম্যাচে তিন পয়েন্ট দরকার ছিল সার্বদের নকআউটে যাওয়ার জন্য।

গত পরশু শেষ রাউন্ডে ল্যাতিনদের জয়ের ধারা অব্যাহত রাখে কলম্বিয়া। সেনেগারের বিপক্ষে ১-০তে জয় তাদের। এই জয় ফ্যালকাও, হামেস রডরিগেজদের শুধু দ্বিতীয় রাউন্ডই নিশ্চিত করেনি দিয়েছে ‘এইচ’ গ্রুপের শ্রেষ্ঠত্বও। সামারায় অনুষ্ঠিত এই ম্যাচের গোলদাতা ইরে মিনা। খেলায় সেনেগালের ড্র করলেই চলতো। হেরে তাদের সাথে সমান চার পয়েন্ট জাপানের। গোলও সমান। হেড টু হেড এ ২-২ তে ড্র। ফলে কম হলুদ কার্ড খাওয়ায় জাপান চলে যায় নক আউট পর্বে। পরশু অপর ম্যাচে পোল্যান্ড সান্ত্বনার ১-০তে জয় পায় জাপানীজদের বিপক্ষে।

আরো পড়ুন :

নক আউট পর্বের সূচি
গতরাতে শেষ হলো ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ পর্বে ৩২ দলের লড়াই থেকে ১৬টি দল প্রি-কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

প্রি-কোয়ার্টারফাইনাল বা শেষ ষোলোতে কে, কবে কার মুখোমুখি হবে সেদিকে একবার চোখ বুলানো যাক।

শেষ ষোলোর সূচি :
৩০ জুন : ফ্রান্স বনাম আর্জেন্টিনা (রাত ৮টা)।
৩০ জুন : উরুগুয়ে বনাম পর্তুগাল (রাত ১২টা)।
১ জুলাই : স্পেন বনাম রাশিয়া (রাত ৮টা)।
১ জুলাই : ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক (রাত ১২টা)।
২ জুলাই : ব্রাজিল বনাম মেক্সিকো (রাত ৮টা)।
২ জুলাই : বেলজিয়াম বনাম জাপান (রাত ১২টা)।
৩ জুলাই : সুইডেন বনাম সুইজারল্যান্ড (রাত ৮টা)।
৩ জুলাই : কলম্বিয়া বনাম ইংল্যান্ড (রাত ১২টা)।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দীদের পরিবারগুলোর মামলা ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে স্বৈরাচারের দোসরদের অপপ্রচারের প্রতিবাদ গ্রামীণ ব্যাংকে কমতে পারে সরকারি মালিকানার অংশীদারিত্ব একেনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন থিকসানার হ্যাটট্রিকেও জিততে পারল না শ্রীলঙ্কা সাবেক ডিবি প্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ ওয়াসার তাকসিমসহ ১০ জনের নামে দুদকের মামলা যুদ্ধাপরাধের দায়ে ব্লিঙ্কেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হামাস মতলবে গাছের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু টিসিবির নতুন চেয়ারম্যান ফয়সাল আজাদ গফরগাঁওয়ে বেকু ও জুয়ার সরঞ্জামসহ নৌকা জব্দ

সকল