০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

গ্রুপ পর্ব শেষে উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান

ফুটবল
গ্রুপ পর্বে ৩২ দলের লড়াই থেকে ১৬টি দল প্রি-কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। - ছবি: সংগৃহীত

গতরাতে শেষ হলো ২১তম ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব। ৮টি গ্রুপে চারটি করে দল অংশ নিয়েছে এবারের আসরে। গ্রুপ পর্ব শেষে ১৬টি গেল প্রি-কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বাকি ১৬টি দল বিদায় নিলো। গ্রুপ পর্বে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যানের দিকে চোখ বুলানো যাক।

সর্বোচ্চ উপস্থিতি : রাশিয়া-সৌদি আরব ম্যাচে (৭৮,০১১ জন দর্শক)।

সর্বনিম্ন উপস্থিতি : মিসর-উরুগুয়ে ম্যাচে (২৭,০১৫ জন দর্শক)।

বড় ব্যবধানে জয় : ইংল্যান্ড ৬-১ গোলে হারায় পানামাকে।

এক ম্যাচে সবচেয়ে বেশি গোল : ৭টি (ইংল্যান্ড-পানামা এবং বেলজিয়াম-তিউনিশিয়া)।

সর্বোচ্চ গোলদাতা: হ্যারি কেন (ইংল্যান্ড) ৫টি।

লাল কার্ড : ৩টি।

হলুদ কার্ড : ৬০টি।

আসরের মোট গোল : ১২২টি।

ম্যাচ প্রতি গোলের গড় : ২.৫৪।

হ্যাট্রিক : ২টি (পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও ইংল্যান্ডের হ্যারি কেন)।

সর্বোচ্চ দলীয় গোল : বেলজিয়াম।

সর্বোচ্চ আক্রমণকারী দল : জার্মানি (২৫২টি)।

সর্বোচ্চ পাস: স্পেন (২০৮৯টি)।

সবচেয়ে বেশি পাস(ব্যক্তিগত) : টনি ক্রুস (জার্মানি) (৩১০টি)।

বেশি সেভ: গিলর্মো ওচোয়া (মেক্সিকো) (১৭টি)।

আরো পড়ুন :

নক আউট পর্বের সূচি
গতরাতে শেষ হলো ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ পর্বে ৩২ দলের লড়াই থেকে ১৬টি দল প্রি-কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

প্রি-কোয়ার্টারফাইনাল বা শেষ ষোলোতে কে, কবে কার মুখোমুখি হবে সেদিকে একবার চোখ বুলানো যাক।

শেষ ষোলোর সূচি :
৩০ জুন : ফ্রান্স বনাম আর্জেন্টিনা (রাত ৮টা)।
৩০ জুন : উরুগুয়ে বনাম পর্তুগাল (রাত ১২টা)।
১ জুলাই : স্পেন বনাম রাশিয়া (রাত ৮টা)।
১ জুলাই : ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক (রাত ১২টা)।
২ জুলাই : ব্রাজিল বনাম মেক্সিকো (রাত ৮টা)।
২ জুলাই : বেলজিয়াম বনাম জাপান (রাত ১২টা)।
৩ জুলাই : সুইডেন বনাম সুইজারল্যান্ড (রাত ৮টা)।
৩ জুলাই : কলম্বিয়া বনাম ইংল্যান্ড (রাত ১২টা)।


আরো সংবাদ



premium cement
লাল কার্ডে মাঠের বাইরে ভিনিসিয়াস ৭ বছর পর লন্ডনে মা ও মাতৃস্নেহ বঞ্চিত ছেলের সাক্ষাৎ রাশিয়ার সু-৩৪ সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা মাদুরোর শপথ গ্রহণের প্রাক্কালে বিক্ষোভ ও সমাবেশের প্রস্তুতি বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দীদের পরিবারগুলোর মামলা ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে স্বৈরাচারের দোসরদের অপপ্রচারের প্রতিবাদ গ্রামীণ ব্যাংকে কমতে পারে সরকারি মালিকানার অংশীদারিত্ব একেনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন থিকসানার হ্যাটট্রিকেও জিততে পারল না শ্রীলঙ্কা সাবেক ডিবি প্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সকল