আর্জেন্টিনার ম্যাচের পর দুই সাংবাদিকের মারামারি
- ক্রীড়া প্রতিবেদক, রাশিয়া থেকে
- ২৮ জুন ২০১৮, ১৪:৫৪, আপডেট: ৩০ জুন ২০১৮, ১৪:৪২
আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ শেষে মিক্সড জোনে মারামারি করেন দুই সাংবাদিক। ফ্রান্সের টিভি সাংবাদিক আবেল ক্রিস্টোফারকে ঘুষি মেরে ফেলে দেন রাশিয়ার সাংবাদিক ঈসা আলী। পরে অন্যদের হস্তক্ষেপে থামানো হয় তাদের।
নিরাপত্তাকর্মীরা পরে রুশ মিডিয়া কর্মীকে তার অ্যাক্রিডিটেশন কেড়ে নিয়ে মিক্সড জোন থেকে বের করে দেন।
এ ঘটনা নিয়ে আলীর বক্তব্য, ওই সাংবাদিকই আমাকে প্রথমে ধাক্কা দেয়। পরে আমি তাকে ঘুষি মারি। আমি দর্শকদের জন্য ফুটবলারদের অটোগ্রাফ নিচ্ছিলাম। এতেই ওর আপত্তি ছিল।
আরো পড়ুন : ফ্রান্সকে ফেবারিট মানছেন না মাসচেরানো
বহু কষ্টে প্রথম পর্বের বৈতরণী পার হওয়া। আইসল্যান্ডের সাথে ড্র, ক্রোয়েশিয়ার কাছে বাজে হার এবং শেষ খেলায় নাইজেরিয়ার বিপক্ষে ৮৬ মিনিটের গোলে জয়। নাইজেরিয়ার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখে এভাবেই চার পয়েন্ট নিয়ে ম্যারাডোনা-মেসির দেশ এখন রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ খেলার সুযোগ। কিন্তু নক আউট পর্বে এক ম্যাচ হারলেই মিশনের সমাপ্তি। এই নক আউট পর্বেই আর্জেন্টিনা পাচ্ছে শক্তিশালী ফ্রান্সকে। ৩০ জুন কাজানে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে কি পারবে মেসিরা ফরাসি বাধা ডিঙ্গাতে? আর্জেন্টিনা শিবিরসহ সব মহলে এইটা এখন আলোচ্য। যেখানে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স। বেশ শক্তিশালী তারা। তাদের শক্তিশালী মানছেন মাসচেরানোও। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফরাসিদের ফেবারিট মানছেন না এই আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও ডিফেন্সিভ মিডফিল্ডার।
গত পরশু সেন্ট পিটার্সবার্গে খেলা শেষে যথারীতি মিক্সড জোনে সবচেয়ে বেশি সময় কথা বললেন হাভিয়ার মাসচেরানো। দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ ফ্রান্স সম্পর্কে বললেন, অবশ্যই আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ ফ্রান্স। তাদের আমরা সম্মান করি। তাই বলে আর্জেন্টিনার বিপক্ষে তারা ফেবারিট নয়। তাদের সাথে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছি সেই ম্যাচে।
এরপর তিনি ফিরে আসেন নাইজেরিয়া ম্যাচ প্রসঙ্গে। বললেন, ‘যে পেনাল্টি থেকে নাইজেরিয়া সমতা এনেছিল তা আসলে পেনাল্টি ছিল না। যে ফুটবলারটি আমার সাথে লেগে ছিল তাকে আমি টেনে ফেলে দেইনি। বিশাল শরীর নিয়ে সেই পড়ে গিয়েছিল। রেফারি ভিডিও দেখে তার সিদ্ধান্তের পক্ষে রায় পান। তবে আমার মতে এটা ছিল টেকনোলজির অপপ্রয়োগ।’
এরপর বলেন, পরে রেফারি নাইজেরিয়ার যে পেনাল্টির দাবি ভিডিও দেখে নাকচ করে দেন তা ছিল সঠিক সিদ্ধান্ত। ওটা তো পেনাল্টিই হয়নি। বল মাথা থেকে এসে হাতে লাগে।
তিনি আরো বলেন, যদি আমরা নাইজেরিয়ার সাথে ড্র করে বাদ পড়তাম তাহলে এই ব্যর্থতার দায় আমাদের ফুটবলারদেরই নিতে হতো। খুবই দুঃখজনক হতো বিষয়টি। তবে নাইজেরিয়া স্কোর লাইন ১-১ করে ফেলার পর বেশ কঠিন হয়ে গিয়েছিল ম্যাচটি। শেষে মার্কোস রোহোর গোলে উদ্ধার। বললেন, এই জয় এখন আমাদের মানসিকভাবে চাঙ্গা করছে পরের ম্যাচের জন্য।
ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর আর্জেন্টিনাসহ বিশ্ব মিডিয়ায় দলে কোচের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্বের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর জবাবে মাসচেরানো বলেন, এই আজগুবি নিউজ করে নিশ্চিত পত্রিকাগুলোর বিক্রি ভালো হয়েছে। দলে মোটেই এমন কিছু ঘটেনি। সব ঠিক আছে।