০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

'সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের জয় সহজ ছিল না'

ব্রাজিল, বিশ্বকাপ, ফুটবল,
পুরো ম্যাচে ব্রাজিলের দখলে বল ছিল ৫৮ শতাংশ - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের অন্যতম ফেবারিট ব্রাজিল সার্বিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে গেছে।

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ ডালিয়া আক্তার মনে করেন সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল টপ ফেবারিট দলের মতোই খেলেছে।

ডালিয়া আক্তার বলেন, "বিশ্বকাপ শুরুর আগ থেকেই ব্রাজিলকে আমরা টপ ফেবারিট একটি দল হিসেবে দেখেছি। প্রথম ম্যাচে যদিও তারা নিজেদের মেলে ধরতে পারেনি, আস্তে-আস্তে তারা ফর্মে ফিরে আসছে।"

সার্বিয়ার বিরুদ্ধে নেইমার গোল করতে না পারলেও ম্যাচে তার আধিপত্য ছিল বলে মনে করেন কোচ ডালিয়া।

তিনি বলেন, "আজকের ম্যাচে নেইমার প্রত্যাশা অনুযায়ী খেলতে পেরেছে। আসলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকে, যাকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা সবসময় প্রেশারের (চাপের) মধ্যে রাখে। এটা রোনালদো হোক, মেসি হোক কিংবা নেইমার হোক। নেইমারের ক্ষেত্রেও সেটা হয়েছে। "

তিনি মনে করেন, ব্রাজিলের খেলা দিনের পর দিন পরিণত হচ্ছে। তবে সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের জয় খুব একটা সহজ ছিল না বলে মন্তব্য করেন তিনি।

সার্বিয়া গোল করতে না পারলেও ভালো খেলেছে বলে উল্লেখ করেন ডালিয়া।

ব্রাজিলের প্রত্যেকটি খেলোয়াড়কে বেশ চাঙ্গা মনে হয়েছে।

ডালিয়া বলেন, ব্রাজিল প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে ভালো খেলেছে এবং তৃতীয় ম্যাচ তার চেয়েও বেশি ভালো খেলেছে।

তৃতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল এমনভাবে খেলেছে যাতে তাদের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল হিসেবে মনে হয়েছে।

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ড্র এবং দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল দিয়েছিল ব্রাজিল।

সার্বিয়ার বিপক্ষে খেলায় মাঝমাঠ অনেকটাই ব্রাজিলের নিয়ন্ত্রণে ছিল।

১৯৭০ সাল থেকে শুরু করে একটানা ১৩ বারের মতো ব্রাজিল গ্রুপ পর্যায় থেকে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে সার্বিয়া ২০০৬ সাল থেকে তাদের তিনটি বিশ্বকাপের আসরে প্রথম গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে।

ব্রাজিল-সার্বিয়া ম্যাচে বিজয়ের মাধ্যমে ব্রাজিল শুধু দ্বিতীয় রাউন্ডেই যায়নি, খেলার প্রতিটি পরিসংখ্যানেও তারা এগিয়ে ছিল।

পুরো ম্যাচে ব্রাজিলের দখলে বল ছিল ৫৮ শতাংশ।

গোলপোস্টে ব্রাজিল শট নিয়েছে ১৪টি এবং সার্বিয়া নিয়েছে ১০টি শট।

ব্রাজিল কর্নার কিক পেয়েছে ৯টি এবং সার্বিয়া পেয়েছে পাঁচটি।

ব্রাজিলের ফিলিপো কুতিনহো ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

 

আরো পড়ুন : গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউটে ব্রাজিল

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে নক আউট পর্বে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মস্কোতে অনুষ্ঠিত এই ম্যাচ জিতে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে খেলা নিশ্চিত করেছে তারা। তিন ম্যাচের দুটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে ব্রাজিল। আর সুইজারল্যান্ড ৫ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করে।

ন্যূনতম ড্র হলেই দ্বিতীয় রাউন্ডে পা রাখবে ব্রাজিল। তবে জিততেই হবে সার্বিয়াকে। এমন সমীকরণ নিয়ে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে খেলতে নামেন নেইমাররা। আক্রমণাত্মক সূচনা করেন তারা। সূচনালগ্ন থেকেই তাদের পায়ে দেখা যায় ছন্দের পসরা। একের এক আক্রমণে সার্বিয়াকে ব্যতিব্যস্ত রাখেন তারা।

যদিও সুযোগ আসে একটু বিলম্বে। ‍ খেলার ২৫ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় ব্রাজিল। গোলপোস্ট বরাবর বাঁ পায়ে শট নেন নেইমার। তবে অসামান্য দক্ষতায় তা রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক ভ্লাদিমির স্টোজকোভিচ।

পরেও আক্রমণের গতি সচল রাখে ব্রাজিল। ফলে সাফল্যও আসে। ৩৬ মিনিটে নিশানাভেদ করেন পাওলিনহো। তবে এ গোলের রূপকার ছিলেন কুতিনহো। থ্রুটা ছিল এ মিডফিল্ডারেরই। পরে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আর গোলের মুখ দেখতে পারেননি ব্রাজিলিয়ানরা। ফলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যান তারা।

বিরতি থেকে ফিরে ঝটিকা আক্রমণ শুরু করে সার্বিয়া। ব্রাজিলকে ঠেসে ধরে তারা। কিন্তু ম্যাচের ৬০ মিনিটে একটি গোল করার দারুণ সুযোগ হাতছাড়া করে সার্বিয়া। বক্সের মধ্যে আলেক্সান্ডার মিট্রোভিচ বল পেয়েই দারুণ হেড, ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভার দৃঢ়তায় রক্ষা পায় ব্রাজিল। 

এরপর ৬৮ মিনিটে দুর্দান্ত হেডে ঠিকানায় বল পাঠান থিয়াগো সিলভা। তিনি গোল করলেও এর কারিগর ছিলেন নেইমার। এ গোলে ছিল তারই অ্যাসিস্ট।

বাকি সময়েও দুর্দান্ত খেলেছেন সেলেকাওরা। ব্যবধান আরও বাড়তে পারত। তবে ৭৩ ও ৮৯ মিনিটে নেইমারের দুটি শট অসাধারণভাবে রুখে দেন সার্বিয়া গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-০গোলের জয় নিয়ে মাঠ ছাড়ের তিতের শিষ্যরা।


আরো সংবাদ



premium cement
বাবার জীবন বাঁচাতে ৬০ শতাংশ লিভার দিলেন মেয়ে নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলসের দাবানল, মৃত্যু ৫ ভারতে এইচএমপিভির প্রাদুর্ভাব, হিলি-বেনাপোলে নেই সতর্কতামূলক ব্যবস্থা রাজধানীতে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার বাংলাদেশে অর্থায়ন দ্বিগুণ করতে আগ্রহী ইআইবি ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার জাতীয় দলে ফিরতে সময় চেয়েছেন তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন গাপটিল রংপুরে পতিতাবৃত্তির পাশাপাশি ভিডিও তুলে করা হতো ব্লাকমেইলিং চুয়াডাঙ্গায় মাটি কাটার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা দ্বিতীয় পরীক্ষাতেও ফেল সাকিব, তবুও অপেক্ষায় বিসিবি

সকল