০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ব্রাজিলের সঙ্গী হলো সুইজারল্যান্ড

দ্বিতীয় রাউন্ডে তারা মোকাবেলা করবে ইউরোপের আরেক দেশ সুইডেনকে - ছবি : সংগ্রহ

শেষ ম্যাচে ড্র করেই ই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠলো ইউরোপের দেশ সুইজারল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে মধ্যআমেরিকার দেশ কোস্টারিকার সাথে ২-২ গোলে ড্র করেছে শাকিরিরা। দ্বিতীয় রাউন্ডে তারা মোকাবেলা করবে ইউরোপের আরেক দেশ সুইডেনকে।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলতে থাকে সুইসরা। ৩১তম মিনিটে ব্লেরিম জেমাইলির অসাধারণ গোলে এগিয়ে যায় তারা। ডিফেন্ডার স্টিফেন লিখটস্টেইনারের দুর্দান্ত ক্রস থেকে হেড করেন ফরোয়ার্ড ব্রিল এমবোলো। বল যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা জেমাইলির কাছে। জেমাইলিও ভুল করেননি। বুলেটগতির ভলি থেকে বল জালে জড়ান জেমাইলি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া হয়ে খেলতে কোস্টারিকা। ৫৬তম মিনিটে কেন্ডাল ওয়াস্টনের গোলে সমতায় ফেরে অস্কার রামিরেজের শিষ্যরা। ক্যাম্পবেলের কর্নার থেকে হেডে গোল করেন ওয়াস্টন। কোস্টারিকা পায় এবারের বিশ্বকাপের প্রথম গোল। শুধু তাই নয়, ৩২তম দল হিসেবে বিশ্বকাপে গোল পেল উত্তর আমেরিকার দেশটি।

ম্যাচের উত্তেজনা ছড়ায় শেষ ১০ মিনিটে। ৮৮ মিনিটে জাকারিয়ার পাস থেকে সুইজারল্যান্ডের দ্রিমিচ গোল করে সুইসদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তখনও বাকি ছিল ম্যাচের অনেক নাটক। ম্যাচের অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় পেনাল্টি পায় কোস্টারিকা।

ব্রায়ান রুইজের পেনাল্টি শট ক্রসবারে লেগে ফিরে আসার মুহূর্তে সুইস গোলরক্ষক ইয়ান সমারের পিঠে লেগে গোললাইন অতিক্রম করে। ২-২ গোলের সমতায় শেষ হয় খেলা। ম্যাচের খাতায় অবশ্য সেটিকে আত্মঘাতি গোল হিসেবেই লেখা হয়। ফলে রানার্সআপ হয়েই পরের রাউন্ডে পা রাখে সুইজারল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ আরেক ইউরোপিয়ান দল সুইডেন।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় এক দিনে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি সেলসিয়াস বাবার জীবন বাঁচাতে ৬০ শতাংশ লিভার দিলেন মেয়ে নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলসের দাবানল, মৃত্যু ৫ ভারতে এইচএমপিভির প্রাদুর্ভাব, হিলি-বেনাপোলে নেই সতর্কতামূলক ব্যবস্থা রাজধানীতে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার বাংলাদেশে অর্থায়ন দ্বিগুণ করতে আগ্রহী ইআইবি ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার জাতীয় দলে ফিরতে সময় চেয়েছেন তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন গাপটিল রংপুরে পতিতাবৃত্তির পাশাপাশি ভিডিও তুলে করা হতো ব্লাকমেইলিং চুয়াডাঙ্গায় মাটি কাটার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

সকল