১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

নেইমারের উপর সব ছেড়ে দিতে চান না তিতে

নেইমারের উপর সব কিছু ছেড়ে দিতে চান না তিতে - এএফপি

রোনালদো, মেসির পর বর্তমান ফুটবলের সুপারস্টার বলতে নেইমারকেই বোঝানো হয়। কিন্তু গত দুই ম্যাচে নেইমারের খেলা দেখে মনে হয়নি তিনি এতো বড় মাপের খেলোয়ার। এ নিয়ে ভক্ত ও সাংবাদিকদের মনে নানা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। তিনি বলেন, ‘চোট থেকে সেরে ওঠার পর এখনও শতভাগ ফিটনেস ফিরে পাননি নেইমার। তাই বিশ্বকাপে সাফল্য পেতে পুরো দায়িত্ব তারকা এই ফরোয়ার্ডের কাঁধে চাপানো উচিত হবে না।’

পায়ের পাতার হাড় ভেঙে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ খেলতে নেমে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ বার ফাউলের শিকার হন। পুরো ম্যাচে স্বচ্ছন্দ ছিলেন না বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দারুণ এক গোল করলেও পেনাল্টির জন্য পরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন নেইমার। তবে দলের সবচেয়ে বড় তারকার সামর্থ্যে বিশ্বাস রাখছেন তিতে।

‘সে প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু সে তার স্বাভাবিক মানের চেয়ে পিছিয়ে আছে নইলে এমন খেলতো না। সে মাত্র সেরে ওঠার পর্যায়ে আছে।’তিতে বলেন, ‘এটা একটা উন্নতির প্রক্রিয়া, আপনি যদি তার শেষ দুই ম্যাচের হিট ম্যাপ দেখেন, এটা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।’

‘হয়তো সে পরের ম্যাচেই নিজের সেরা ছন্দে থাকবে। তার কাঁধে পুরো দায়-দায়িত্ব চাপিয়ে দেওয়া আমাদের উচিত নয়।’ মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।


আরো সংবাদ



premium cement