আর্জেন্টিনার ম্যাচে ম্যারাডোনা ও সাম্পাওলির অভিব্যক্তি (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুন ২০১৮, ১৬:৩৭
গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শকদের হৃদকম্পন বাড়িয়ে দিয়েই তারপর জিতলো আর্জেন্টিনা। খাদের কিনারে থাকা দলটির দর্শকদের গত এক সপ্তাহের বুকে যে জগদ্দল পাথর চেপে ছিলো, তা যেন কাল ডান পায়ের এক কিকেই নামিয়ে দিলেন ডিফেন্ডার মার্কোস রোহো। তাইতো ওই গোলের পর টিভি ক্যামেরা যখন ঘুড়ে ঘুড়ে মাঠ ও গ্যালারির বিভিন্ন প্রান্তের মুখগুলো দেখাচ্ছিলো- তাদের অভিব্যক্তিতেই বোঝা গেছে, কতটা স্বস্তির ছিলো সেই গোল।
শেষ বাঁশি বাজার পর ডিয়াগো ম্যারাডোনা বারবার উড়ন্ত চুম্বন ছুড়ছিলেন তার উত্তরসূরীদের উদ্দেশ্যে। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের অভিব্যক্তিই বলে দিচ্ছিল-কতটা প্রত্যাশীত ছিলো এই জয়। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল আর্জেন্টিনা। গ্রুপ রানার্সআপ হয়ে মেসিরা দ্বিতীয় রাউন্ডে দেখা পাবে ইউরোপীয় জায়ান্ট ফ্রান্সের।
ডু অর ডাই ম্যাচ। এমন ম্যাচে যেন ভক্তদের স্নায়ুর পরীক্ষা নেয়ার পণ করে মাঠে নেমেছিলো মেসি বাহিনী। নইলে এমন দাপুটে ম্যাচ খেলেও কেন ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকা জয়সূচক গোলের। অবশেষে মার্কোস রোহ এলেন ত্রাতা হয়ে। স্বস্ত্বি নামলো আর্জেন্টাই শিবিরে।
সাধারণ দর্শকদের বাইরের কর্মকর্তা, খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকে ছুয়ে গেছে সেই মুহূর্তটি। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই মাঠে উপস্থিত ছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা। ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামেরার দৃষ্টি ছুটে গেছে ভিআইপি গ্যালারিতে। প্রতিটি গোলের পর ফুটবল ঈশ্বরের অভিব্যক্তি ছিলো দেখার মতো। দলটির প্রতি তার ভালোবাসাই যেন ফুটে উঠেছে প্রতিটি মুহুর্তে।
আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পালিওর অভিব্যক্তিও এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। ডাগ আউটে খারাপ মুহূর্তে তার অস্থিরতা, আবার দলের ভালো সময়ে শিশুসুলভ উচ্ছ্বাস ছিলো দেখার মতো।
দেখুন ভিডিওতে সেই মুহূর্তগুলো :