১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

রাশিয়া বিশ্বকাপের প্রথম গোল শূণ্য ড্র ম্যাচ

ফ্রান্স ও ডেনমার্কের খেলার একটি মুহুর্ত - সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপে প্রথম গোল শূণ্য ড্র ম্যাচ দেখলো দর্শক। মঙ্গলবার বাংলাদেশ সময় ৮টায় ‘সি’ গ্রুপের দুটি খেলা অনুষ্ঠিত হয়, এরমাঝে ফ্রান্স ও ডেনমার্ক গোল শূণ্য ড্র করে নির্ধারিত সময় শেষ করেছে।

আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়া ফ্রান্স আজ খেলেছে প্রথম পছন্দের ছয়জনকে ছাড়া। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষ একটি পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত-সেই লক্ষ্যে ডেনমার্ক খেলল নিরাপদ ফুটবল। তাতে হল এবারের আসরের প্রথম গোলশূন্য ড্র।

মস্কোয় মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে গোলের তেমন কোনো ভালো সুযোগ পায়নি কোনো দলই। দুই জয়ের পর এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ফ্রান্স। এক জয় আর দুই ড্রয়ে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে ডেনমার্ক।

আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া পেরুর কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। জিতলেও অবশ্য লাভ হতো না ডেনমার্ক ১ পয়েন্ট পেয়ে যাওয়ায়।

অবশ্য ম্যাচের প্রথমার্ধে খুবই সতর্কভাবে খেলেছে দুই দল, নিজেদের রক্ষণভাগ আগলে রেখেই আক্রমণে গিয়েছিল তারা।

যদিও দু-একটি সুযোগ পেয়েছিল, বিশেষ করে ম্যাচের ১৫ মিনিটে ফ্রান্স ফরোয়ার্ড অলিভার গিরুদ বক্সে ঢুকে দারুণ একটি শট, ডেনমার্ক গোলরক্ষক কোনো মতে রক্ষা করেন। তা না হলে গোল হতেও পারত।

২৩ মিনিটে একটি সুযোগ পেয়েছিল ডেনমার্কও। মাঝমাঠ থেকে একটি বল নিয়ে মার্টিন ব্রেইথওয়েট বক্সে ঢুকেই শট কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডার দৃঢ়তায় তাদের এই চেষ্টা ব্যর্থ হয়।

অবশ্য দ্বিতীয়ার্ধে দারুণ কয়েকটি সুযোগ পেয়েছিল সাবেক চ্যাম্পিয়ন ফ্রন্স, কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি। ভাঙতে পারেনি ডেনমার্কের রক্ষণভাগ। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

আসরে এর আগে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারিছিল ফ্রান্স। আর ডেনমার্ক প্রথম ম্যাচে পেরুকে ১-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে।


আরো সংবাদ



premium cement

সকল