১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ভিডিও রেফারিং যেভাবে পাল্টে দিল স্পেন-পর্তুগালের ভাগ্য

ভিএআর পদ্ধতির সহযোগিতা নিচ্ছে এক রেফারি - ছবি : সংগ্রহ

নব্বুই মিনিট করে খেলা হলো দুটি ম্যাচেই। কিন্তু তাতে ভাগ্য পাল্টালো না দুই ফেবারিট দল স্পেন, পর্তুগালের। বরং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুটি ম্যাচের ভাগ্য পাল্টাতে ভুমিকা রাখলো ভিডিও অ্যাসিস্ট্যান্ড রেফারিং(ভিএআর)। দুটি ম্যাচেই শেষ মূহুর্তে হলো চরম নাটকীয়তা, আর শেষ পর্যন্ত পরিস্থিতি পাল্টে দিল ভিএআর। বার শ’ মাইল দূরের দুই শহর সারানস্ক ও কলিনিন গ্রাদে মাত্র ১২০ সেকেন্ডের ব্যবধানে ভিএআর পদ্ধতি পাল্টে দিল বি গ্রুপের ভাগ্য।

মরক্কোর বিপক্ষে নির্ধারতি সময়ে পিছিয়ে ছিলো ইরান। তাদের পরাজয় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে নি কারবাহলের ক্রস থেকে ইগর আসপাসের দারুণ ফিনিশিং এবং গোল। সেই গোল নিয়ে জমে উঠল নাটক। গোল হবে কি হবে না, দুই দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের কথার লড়াই। রেফারি অফসাইডের অজুহাতে বাতিল করে দিলেন গোল, খুশি তখন ইরান। কিন্তু স্নায়ুর ওপর দিয়ে ঝড় বইয়ে যাওয়া মুহূর্ত পেরিয়ে অবশেষে স্পেনের মুখে হাসি ফুটল। কারণ, রেফারি অফসাইডের অজুহাতে প্রথম গোলটা বাতিল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে সিদ্ধান্তটি বাতিল করে আসপাসের গোলটি বহাল রাখেন। স্নায়ুক্ষয়ী এ ম্যাচটা শেষ পর্যন্ত মরক্কোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করতে সমর্থ হয় স্পেন। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যায় তারা। অথচ নব্বুই মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিলো তারা। এই ম্যাচ হেরে গেলে স্পেনের বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যেত। কিন্তু ভিডিও রেফারিং নাটকীয় ভাবে বাঁচিয়ে দিয়েছে তাদের ম্যাচের শেষ মূহুর্তে।

বারো শ’ মাইল দূরের আরেক শহরেও তখন ম্যাচের ভাগ্য পাল্টাতে দায়িত্ব নিয়ে নিলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ইরান-পর্তুগাল ম্যাচের যোগ করা সময়েও হলো এই নাটক। পর্তুগালের সেদরিক সোয়ারেস ‘হ্যান্ডবল’-এর শিকার! ‘হ্যান্ডবল’টা তাঁর ইচ্ছাকৃত ছিল না; বল গিয়ে লেগেছে তার হাতে; কিন্তু এবারও ভিএআরের সহায়তা চাইলো ইরান। সেখান থেকে রিপ্লাইতে দেখে রেফারি দিলেন পেনাল্টির সিদ্ধান্ত। স্পটকিক থেকে ইরানের সমতাসূচক গোল করতে কোনো ভুল করেননি করিম আনসারফিল্ড। এই ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠতো পর্তুগাল; কিন্তু ভিডিও রেফারিং পদ্ধতি তাদের সেই সুযোগ কেড়ে নিল! অন্যদিকে ইরান গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও পেল সান্ত্বনার একটি পয়েন্ট।

আরো পড়ুন : কতটা অভিজ্ঞ আর্জেন্টিনার নতুন গোলরক্ষক
রফিকুল হায়দার ফরহাদ, রাশিয়া থেকে
সার্জিও রোমেরোর ইনজুরি ও বাদ পড়া। এরপরই আস্থাহীন হয়ে যায় আর্জেন্টিনার গোল পোস্ট। বিকল্প হিসেবে দলের এক নাম্বার গোলরক্ষকের পদ পান উইলফেডো কাবয়েরো। প্রথমম্যাচে তিনি মোটামুটি ভালোই ছিলেন; কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে মারাত্মক এক ভুল করে দলকে যেমন ডুবিয়েছেন তেমনি একাদশে স্থান হারান এই গোলরক্ষক।

আজ নাইজেরিয়ার বিপক্ষে গোলরক্ষার বিশাল দায়িত্ব ফ্রাঙ্ক আরমানির উপর। সমস্যা হলো এখন পর্যন্ত জাতীয় দলে খেলা হয়নি আরমানির। আজ মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিষেক হচ্ছে তার। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অভিষেক, এটাও কম কিসে! কিন্তু প্রশ্ন হচ্ছে আরমানি কি পারবেন আস্থার প্রতীক হতে? যেমনটা ১৯৯০ এর বিশ্বকাপে হয়েছিলেন সার্জিও গইকোচিয়া। ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচে হার আর্জেন্টিনার। তা গোলরক্ষক নেরি পাম্পিডোর ভুলে। এরপরও দ্বিতীয় খেলায় সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে একাদশে সুযোগ পান তিনি। এরপর পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়লে মাঠে নামেন গইকোচিয়া। এর পরের কাহিনী সবার জানা। দূর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে তুলেছিলেন ফাইনালে। কোর্য়াটার ও সেমিতে টাইব্রেকারে কয়েকটি শট ঠেকিয়ে দেন যুগোস্লাভিয়া ও ইতালীর বিপক্ষে। আরমানি কি পারবেন সেই রূপে আর্বিভূত হতে?

গইকোচিয়ার সাথে আরো একটি মিল আছে আরমানির। তার মতোই মতোই আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের খেলোয়াড় আরমানি। এর আগে তিনি খেলেছেন কলম্বিয়ান লিগে। বিয়েও করেছেন কলম্বিয়ায়। সেদেশের নাগরিকত্বের জন্য আবেদনও করেন। পরে আর্জেন্টিনা জাতীয় দলে খেলার অদম্য ইচ্ছায় ফিরে আসেন দেশে। ৮ বছর কলম্বিয়ার বিখ্যাত ক্লাব অ্যাথলেটিকো ন্যাশিয়নালে খেলেছেন। দলকে জিতিয়েছেন ২০১৬ সালের কোপা লিবার্তাদোরেসে।এ বছর তাকে রিভার প্লেট দলভূক্ত করে। ফলে তার ফিরে আসা হয় আর্জেন্টাইন লিগে। নতুন ক্লাবের জার্সী গায়ে বাজিমাত আরমানির। রিভার প্লেটের চির প্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সের বিপক্ষে দলকে ২-০ তে জিততে বিশাল ভুমিকা রাখেন। হয়েছেন সে ম্যাচের সেরা খেলোয়াড়ও।

এদিকে সবাই কাবায়েরোর সমালোচনা করলেও গইকোচিয়া পাশে দাঁড়িয়েছেন তার। মস্কোতে ল্যাতিন ফুটবল বিষয়ক সিম্পোজিয়ামে অংশ নিয়ে ১৯৯০ এর বিশ্বকাপ খেলা ও ১৯৯৪ এর বিশ্বকাপের স্কোয়াডে থাকা গইকোচিয়া বলেন, ‘এমন ভুল করতেই পারেন একজন গোলরক্ষক। তাই বলে সমালোচনা করে তাকে অমরা ধ্বংস করে দিতে পারি না। মনে রাখতে হবে এটা ফুটবল। এটা খেলা। এটা যুদ্ধ নয়।’ কাবায়েরো তার ভুলের মূল্য দিচ্ছেন।’
ওই আলোচনায় সভায় অংশ নেয়া প্যারাগুয়ের তারকা গোল রক্ষক হোসে লুইস চিলাভার্টও পক্ষ নিয়েছেন ক্যাভেলারোর। আজ আর্জেন্টিনা দলে গোলরক্ষক পজিশন ছাড়াও আরো চারটি পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। স্ট্রাইকার হিগুইন কাদশে ঢুকছেন। মাঝমাঠে ফিরছেন ডি মারিয়া ও বানেগা। ডিফেন্ডার মার্কোস রোহোকেও দেখা যাবে প্রথম একাদশে।


আরো সংবাদ



premium cement