১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

জিতলেও ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে চোখ রাখতে হবে অস্ট্রেলিয়াকে

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ফুটবল দল - সংগৃহীত

শুধু জিতলেই চলবে না অস্ট্রেলিয়ার। ফিফার ২১তম বিশ্বকাপের নকআউটে উঠতে সি গ্রুপের অন্য ম্যাচের ফলাফলও তাদের অনুকূলে থাকতে হবে। ডেনিশদের বিপক্ষে লড়াকু ড্রতে রাউন্ড অব সিক্সটিনে উন্নীতের রেসে থেকেই প্রাথমিক রাউন্ডের শেষ খেলায় আজ মাঠে নামছে সকারুজ খ্যাত অস্ট্রেলিয়া। সোচির অলিম্পিক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া লাতিন আমেরিকার দল পেরু।

টানা দুই পরাজয়ে এক খেলা হাতে থাকতেই পেরু গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপকে হতাশাজনক গুডবাই বলে দেয়ার দুঃস্বপ্ন হজম করেছে। আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচে দলটি লড়বে গৌরব পুনরুদ্ধারের মিশনে। জয়ে তাদের টুর্নামেন্টের সমাপ্তি সাহায্য করবে সমর্থকদের আত্মবিশ্বাস পুনঃপ্রতিষ্ঠায়। ডাবল কোপা আমেরিকাজয়ী চিলির মতো দলকে টপকে রাশান বিশ্বকাপের ছাড়পত্র আদায়ে ফিফার ২১তম মেগা আসরের অন্যতম আলোচিত দল হিসেবে অংশগ্রহণ পেরুর। তবে মাঠের পরীক্ষায় তারা সামর্থ্যরে প্রমাণ রাখতে ব্যর্থ হয়েছে। দুই ম্যাচেই সমাপ্তি ঘটল তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্নপূরণ মিশনের। ফ্রান্স ও ডেনমার্কের কাছে ন্যূনতম ব্যবধানের টানা দুই পরাজয় নিশ্চিত করেছে দীর্ঘ ৪০ বছর পর দলটির প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়।

উঁচু মাথায় রাশান টুর্নামেন্টকে গুডবাই জানানোর শেষ সুযোগ আজ পেরুর সামনে। কেবল জয়ই দলটির ভক্তদের যন্ত্রণা উপশমে কিছুটা সহায়ক হবে। লাতিনের অন্যতম আলোচিত প্রতিনিধি পেরু মর্যাদা পুনরুদ্ধার মিশনেই মাঠে নামবে চলমান মেগা আসরের সমাপ্তি ম্যাচের লড়াইয়ে। তবে সহজে তাদের সাফল্য উদযাপনের কোনো সুযোগ থাকছে না। ডেনমার্কের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সে ১ পয়েন্ট অর্জন অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে হাজির করেছে নকআউটের স্বপ্নপূরণের নতুন আত্মবিশ্বাস। ২০০৬ সালের পর প্রথমবারের মতো ফিফার মেগা আসরে দ্বিতীয় রাউন্ডে উন্নীতের সুযোগ লুফে নেয়ার রেসে পেরুর বিপক্ষে জয়ই সকারুদের একমাত্র টার্গেট। তবে শেষ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট অর্জনেই তাদের নকআউট নিশ্চিত হবে না। প্রয়োজন ফ্রান্স-ডেনমার্ক লড়াইয়ের প্রত্যাশিত ফলও। কিন্তু দ্বিতীয় রাউন্ডের রেসে থাকতে প্রথমে নিজেদের খেলায় সকারুদের জিতবে হবে পেরুর বিপক্ষে।
দুই খেলায় ১ পয়েন্ট সংগ্রহ অস্ট্রেলিয়ার। শেষ খেলায় জিতলে ৪ পয়েন্টে দাঁড়াবে তাদের সংগ্রহ।

এ ক্ষেত্রে ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের জয় সকারুদের তুলে দেবে রাউন্ড অব সিক্সটিনে। সি গ্রুপের দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন ডেনিশদের। প্রাথমিক রাউন্ডের সমাপ্তি খেলায় না হারলেই নক আউটের স্বপ্ন পূরণের উৎসবে মেতে ওঠার সৌভাগ্য হবে দলটির ভক্তদের। সঙ্গত কারণে পেরুর বিপক্ষে জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার নক আউটের ওঠায় প্রয়োজন শেষ ম্যাচে ডেনিশদের হার। যদিও সবার আগে সকারুদের নিশ্চিত করতে হবে গ্রুপের সমাপ্তি খেলার ৩ পয়েন্ট। তাদেরকে জিততেই হবে মর্যাদা পুনরুদ্ধারে মরিয়া পেরুর বিপক্ষে।

ফুটবলের সর্বোচ্চ আসরে পেরুর সাম্প্রতিক পারফরম্যান্সের পরিসংখ্যান বাড়তি প্রেরণা হবে অস্ট্রেলিয়ার জয়ের মিশনে। ফিফার সর্বজনীন মেগা আসরের নিজেদের শেষ ৮ ম্যাচের ৬টিতেই গোল আদায়ে ব্যর্থ হয়েছে লাতিনের দলটি। দুঃস্বপ্নের বিশ্বকাপে আজ পেরুর জার্সিতে সর্বশেষ বারের মতো প্রতিনিধিত্ব করবেন দেশটির ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পাওলো গুয়েরেরো।

প্রতিপক্ষের গোলমুখে আক্রমণভাগের ফুটবলারদের সাফল্য-খরা নিয়ে কিছুটা হলেও সঙ্কটে অস্ট্রেলিয়া। পেনাল্টি থেকে দলটির আদায় করেছে প্রতিযোগিতামূলক ম্যাচের শেষ ৪ গোল।

ইনজুরির কারণে আজ পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না সকারুজ তারকা অ্যান্ডু নবোট। তার অবর্তমানে টমি জুরিক নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার মাঠের ফুটবলে। রাশান বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার ড্যানিয়েল অরজানির অভিষেকেরও সম্ভাবনা থাকছে পেরুর বিপক্ষে।


আরো সংবাদ



premium cement