১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

জাপান-সেনেগাল কেউ জেতেনি

জাপান-সেনেগাল কেউ জেতেনি - সংগৃহীত

পোল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ছিল দুর্বার সেনেগাল। ইউরোপের দলটিকে ২-১  গোলে হারিয়ে দিয়ে বড় চমক দেখিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয় জাপানের, যারা শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জিতে আসরটি শুরু করে। এই দুই দলের লড়াইটাও তাই এদিন বেশ জমে ওঠে। শেষ পর্যন্ত কেউ জেতেনি, ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

রোববার একাতেরিনবার্গে অনুষ্ঠিত এ ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সেনেগাল (১-০)। ১১ মিনিটে সাদিও মানে লক্ষ্যভেদ করেন।

তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার দেশটি, প্রথমার্ধেই গোলটি সমতা নিয়ে আসে জাপান (১-১)। আর গোলটি করেন মিডফিল্ডার তাকাশি ইনুই।

১-১ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে দুই দলই, আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে তারা।

দ্বিতীয়ার্ধে প্রথম সাফল্য ঘরে তোলে সেনেগাল। ৭১ মিনিটে পরিকল্পিত একটি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন (২-১) মুসা ওয়াগু।

ঠিক সাত মিনিট পর আবার সমতায় ফিরে জাপান। সেনেগাল গোলরক্ষকের ভুলে ফাকায় বলটি পেয়ে জালে জড়ান কেইসুকে হোন্ডা।

এদিন কেউ জিততে না পারলেও দুই দলই ‘এইচ’ গ্রুপে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এক জয় এবং এক ড্রয়ে জাপান ও সেনেগাল দুই দলের সংগ্রহ সমান ৪ পয়েন্ট করে।

গ্রুপের শেষ ম্যাচে সেনেগাল মুখোমুখি হবে কলম্বিয়ার এবং জাপান লড়বে পোল্যান্ডের সঙ্গে। দুটি ম্যাচই হবে আগামী ২৮ জুন।


আরো সংবাদ



premium cement
২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল গাজায় নিহত প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি : ল্যানচেট টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩ হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য : রফিকুল ইসলাম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী শ্রীলঙ্কাকে চতুর্থবার হোয়াইটওয়াশের মিশন নিউজিল্যান্ডের কুষ্টিয়ায় টংঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করল বিজিবি খুলনার প্রথম হার, জয়ের ধারায় ফিরল রাজশাহী

সকল