১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

দুর্দান্ত জয়ে নকআউট পর্বে মেক্সিকো

দুর্দান্ত জয়ে নকআউট পর্বে মেক্সিকো - সংগৃহীত

হারলেই বিদায়। এই শঙ্কাকে সামনে রেখে মেক্সিকোর বিপক্ষে রোস্তভ এরেনায় খেলতে নেমেছিল দক্ষিণ কোরিয়া।  পর্যন্ত  সেই শঙ্কাই সত্য হলো।   ওদিকে আবার প্রথম ম্যাচে ফেভারিট জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছিল মেক্সিকো। তাই দলটির আত্মবিশ্বাস রয়েছে একেবারেই তুঙ্গে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিতভাবেই জয় তুলে নিয়েছে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আজ শনিবার রস্তোভে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকো জিতেছে ২-১ গোলে।

টানা দুই জয়ে মেক্সিকো নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। আর কোরিয়া টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে।

এদিন ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যায় মেক্সিকো। দলের পক্ষে সূচনা গোলটি করেন কার্লোস ভেলা।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে  মারিয়া মেক্সিকো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তারই ধারাবাহিকতায় ৬৬ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন জেভিয়ার হার্নান্দেজ। সতীর্থের বাড়ানো বল ধরে চমৎকার প্লেসিং শটে লক্ষভেদ করেন তিনি।

এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া ম্যাচে ফিরতে শত চেষ্টা করেও পারছিল না। তারা অনেকগুলো সুযোগ পেয়েছিল ঠিক, কিন্তু মেক্সিকোর রক্ষণের দেয়াল ভাঙতে বেশ কষ্ট হচ্ছিল।

শেষ পর্যন্ত ইনজুরি সময়ে একটি গোলের দেখা পায় কোরিয়া। বক্সের বাইরে থেকে সন হিউং মিন চমৎকার শটে লক্ষ্যভেদ করেন। অবশ্য শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেননি।

এক্ষেত্রে বড় বাধা হয়ে  দাঁড়িয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়া। বেলজিয়াম লিগে খেলা এই গোলরক্ষক একাহাতে প্রতিপক্ষের বেশি কিছু প্রচেষ্টা রুখে দিয়েছেন। দলকে সাফল্য এনে দিতে রেখেছেন মূল্যবান অবাদন।

এর আগে প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওচোয়া। তাঁর চমৎকার কিছু সেভ জার্মান ফরোয়ার্ডদের হতাশ করেছিল। সে ম্যাচে তাঁর দল জিতেছিল ১-০ গোলে।  

আর দক্ষিণ কোরিয়া নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে সুইডেনের কাছে হেরে যায়। গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ফেভারিট জার্মানির। আর মেসিক্সকো লড়বে সুইডেনের সঙ্গে।


আরো সংবাদ



premium cement
ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল গাজায় নিহত প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি : ল্যানচেট টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩ হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য : রফিকুল ইসলাম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী শ্রীলঙ্কাকে চতুর্থবার হোয়াইটওয়াশের মিশন নিউজিল্যান্ডের কুষ্টিয়ায় টংঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করল বিজিবি

সকল