২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমার হিজাব আমার শক্তির উৎস : মার্কিন ছাত্রী

আমার হিজাব আমার শক্তির উৎস : মার্কিন ছাত্রী। - ছবি : সংগৃহীত

আরব বংশোদ্ভূত মার্কিন ছাত্রী সালি আল মুকলানি। তিনি একটি ক্যালিওগ্রাফি তৈরি করেছেন। সম্প্রতি তার ওই ক্যালিওগ্রাফি নিউইয়র্কে অনুষ্ঠিত কংগ্রেস আর্ট প্রতিযোগিতা-২০২২-এ সেরার পুরস্কার জিতেছে। ক্যালিওগ্যাফিটির নাম ছিল ‘হিজাব আমাকে শক্তিশালী করে’।

শনিবার সালি আল মুকলানি প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়েছেন আলজাজিরার হ্যাশট্যাগ অনুষ্ঠানে। তাতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, ‘আমার শিক্ষক আমাকে জানালেন যে, আমার ক্যালিওগ্রাফিটি বেশ অর্থবহ। তাই আমার প্রতিযোগিতায় অংশ নেয়া উচিৎ। এটিই অনেক মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিল।’

সালি আল মুকলানি মনে করেন- হিজাব পরিহিতা নারীদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। তাদের হিজাবের সৌন্দর্য উপভোগ ও অনুভব করা উচিৎ। তিনি বলেন, ‘কেউ হয়ত আইন চাপিয়ে দেবে এবং চাইবে আমরা অস্বস্তিতে পড়ি। কিন্তু আমাদের কাজ হলো- সমালোচনা এড়িয়ে চলে শক্তি অনুভব করা। কারণ, আমাদের পরিহিত হিজাব আমাদের শক্তির উৎস।’

তিনি হিজাবী নারীদের উদ্দেশ্য করে একটি পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, নারীরা যদি ওই পরামর্শটি গ্রহণ করে, তাহলে হয়ত হিজাবের প্রতি মানুষের অনেক নেতিবাচক মনোভাব পরিবর্তন হয়ে যেতে পারে। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘কারো সমালোচনায় কান দেবেন না। বিষয়টি যদিও কঠিন। এখন আমি যা শুনছি তা আমার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ আমার কাজ হলো- আমি যা পছন্দ করি, তা থেকে আমি শক্তি অনুভব করব। আমাদের আবেগকে অনুসরণ করা উচিৎ। এটি আমাদের সহায়তা করবে।’

প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে সালি আল মুকলানি বলেন, ‘অনেক শক্তিমান শিল্পীদের উপস্থিতির কারণে শুরুতে এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইনি। কিন্তু শিক্ষকের পীড়াপীড়িতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই এবং বিস্ময়করভাবে বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করি।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা ফেসবুকে ১২ দিনের পরিচয়ে প্রেম, গণধর্ষণের শিকার কিশোরী চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সকল