২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমার হিজাব আমার শক্তির উৎস : মার্কিন ছাত্রী

আমার হিজাব আমার শক্তির উৎস : মার্কিন ছাত্রী। - ছবি : সংগৃহীত

আরব বংশোদ্ভূত মার্কিন ছাত্রী সালি আল মুকলানি। তিনি একটি ক্যালিওগ্রাফি তৈরি করেছেন। সম্প্রতি তার ওই ক্যালিওগ্রাফি নিউইয়র্কে অনুষ্ঠিত কংগ্রেস আর্ট প্রতিযোগিতা-২০২২-এ সেরার পুরস্কার জিতেছে। ক্যালিওগ্যাফিটির নাম ছিল ‘হিজাব আমাকে শক্তিশালী করে’।

শনিবার সালি আল মুকলানি প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়েছেন আলজাজিরার হ্যাশট্যাগ অনুষ্ঠানে। তাতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, ‘আমার শিক্ষক আমাকে জানালেন যে, আমার ক্যালিওগ্রাফিটি বেশ অর্থবহ। তাই আমার প্রতিযোগিতায় অংশ নেয়া উচিৎ। এটিই অনেক মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিল।’

সালি আল মুকলানি মনে করেন- হিজাব পরিহিতা নারীদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। তাদের হিজাবের সৌন্দর্য উপভোগ ও অনুভব করা উচিৎ। তিনি বলেন, ‘কেউ হয়ত আইন চাপিয়ে দেবে এবং চাইবে আমরা অস্বস্তিতে পড়ি। কিন্তু আমাদের কাজ হলো- সমালোচনা এড়িয়ে চলে শক্তি অনুভব করা। কারণ, আমাদের পরিহিত হিজাব আমাদের শক্তির উৎস।’

তিনি হিজাবী নারীদের উদ্দেশ্য করে একটি পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, নারীরা যদি ওই পরামর্শটি গ্রহণ করে, তাহলে হয়ত হিজাবের প্রতি মানুষের অনেক নেতিবাচক মনোভাব পরিবর্তন হয়ে যেতে পারে। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘কারো সমালোচনায় কান দেবেন না। বিষয়টি যদিও কঠিন। এখন আমি যা শুনছি তা আমার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ আমার কাজ হলো- আমি যা পছন্দ করি, তা থেকে আমি শক্তি অনুভব করব। আমাদের আবেগকে অনুসরণ করা উচিৎ। এটি আমাদের সহায়তা করবে।’

প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে সালি আল মুকলানি বলেন, ‘অনেক শক্তিমান শিল্পীদের উপস্থিতির কারণে শুরুতে এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইনি। কিন্তু শিক্ষকের পীড়াপীড়িতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই এবং বিস্ময়করভাবে বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করি।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব : উপদেষ্টা ৪টি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে : মোস্তাফিজার রহমান গৌরনদীর সাবেক মেয়রকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪ বক্তৃতায় খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা আ’লীগের সাবেক এমপি শাহজাহান ওমর কারাগারে কাঁঠালিয়ায় শাহজাহান ওমরের গ্রেফতারে বিএনপির আনন্দ মিছিল ইউক্রেন রাশিয়া ইউকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

সকল