২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাজ্যে বিএনপির নেতাদের সাথে সালাহউদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ

- ছবি - নয়া দিগন্ত

যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২১ ডিসেম্বর) লন্ডনের ডাবল ট্রি বাই হিল্টন হোটেলে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিএনপির নেতারা দলীয় ঐক্য ও সাংগঠনিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ‍্য বিএনপি সভাপতি এম এ মালিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার আবু সায়েম, যুক্তরাজ্য বিএনপির সহ-প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো: মঈনুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আনাম তানিম, প্রবাসী কল‍্যাণ বিষয়ক সম্পাদক আরিফ আহমেদ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, নুরে আলম সোহেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, বিএনপি নেতা মো: গিয়াস উদ্দীন, মো: রাশেদুল হক, সৈয়দ কবীর হোসেন, মো: ইসতিয়াক , জাকির হাসান শিশির প্রমুখ

এ সময় নেতারা বিএনপির ভবিষ্যৎ পথচলা, সাংগঠনিক উন্নয়ন এবং যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম আরো গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দলের ঐক্য সুসংহত করা এবং প্রবাসে দলীয় কার্যক্রম আরো কার্যকর করার কৌশল নিয়ে তাদের মাঝে আলোচনা হয়।

মাদারীপুর সদরের কুলপদ্দি এলাকার সন্তান ও যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি নেতা রনি খান বলেন, ‘এ সৌজন্য সাক্ষাৎ দলীয় ভ্রাতৃত্ববোধকে আরো সুদৃঢ় করবে এবং সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। লন্ডনে অবস্থানরত বিএনপির নেতাদের এমন উদ্যোগ শুধু প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে নয়, বরং দেশের রাজনীতিতেও ইতিবাচক বার্তা পাঠাবে।’

সাক্ষাতে উপস্থিত নেতারা বিএনপির ভবিষ্যৎ কার্যক্রমকে আরো শক্তিশালী করার পাশাপাশি দলের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি সুসংহত করার আহ্বান জানান। তারা আশা করেন, প্রবাসী নেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিএনপির সামগ্রিক সাংগঠনিক অগ্রগতির জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে।

এ ধরনের উদ্যোগ দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।


আরো সংবাদ



premium cement
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরন করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনের যাত্রা শুরু, প্রথম দিনেই শিডিউল বিপর্যয় সিলেটে ২ দিনে সাড়ে ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ২ শিশুর মৃত্যু

সকল