১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ফ্রান্সে ব্যাপক-আলোচিত ধর্ষণের ঘটনায় হাজারো মানুষের প্রতিবাদ বিক্ষোভ

ফ্রান্সের প্যারিসের প্লাস দে লা রিপাবলিকে ধর্ষণের শিকার এবং জিসেল পেলিকো'র সমর্থনে একটি বিক্ষোভে মানুষ অংশ নিয়েছে। তাকে তার স্বামী ডমিনিক পেলিকো'র অনুরোধে পুরুষরা মাদকাসক্ত ও ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। ফটোঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ - ছবি : ভয়েস অব আমেরিকা

গত সপ্তাহান্তে ফ্রান্স জুড়ে হাজার হাজার মানুষ যৌন সহিংসতার প্রতিবাদ করেছে। দু’টি ব্যাপক-আলোচিত ধর্ষণের ঘটনা দেশটিকে কাঁপিয়ে তুলেছে।

একটিতে ভুক্তোভোগী একজন নারী, যাকে কয়েক ডজন পুরুষ বছরের পর বছর ধরে মাদকদ্রব্য দিয়ে নেশাগ্রস্ত রেখেছে ও ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। অন্যটিতে গৃহহীনদের অধিকারের জন্য লড়াই করা এক সময়ের জনপ্রিয় ফরাসি ধর্মযাজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মার্সেই এবং নান্তেসের মতো ফরাসি শহরগুলোতে নারী-পুরুষ সবাই যৌন সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভে অংশ নেয়। তারা ৭২ বছর বয়সী জিসেল পেলিকোর সমর্থনে ‘ধর্ষণের সংস্কৃতির প্রতি-না’ এবং ‘গিসেল, আমরা তোমাকে বিশ্বাস করি’ ইত্যাদি বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

পেলিকোর সাবেক স্বামীর বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাভিননে বিচার চলছে। তার বিরুদ্ধে জিসেল পেলিকোকে প্রায় এক দশক ধরে মাদকদ্রব্য দিয়ে নেশাগ্রস্ত করে রাখা এবং তাকে ধর্ষণের জন্য কয়েক ডজন মানুষ নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।

সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে পেলিকো বিক্ষোভকারী ও অন্যান্য সমর্থকদের ধন্যবাদ জানান।

পেলিকো বলেন, যারা যৌন সহিংসতার শিকার হয়েছেন তাদের সবার জন্য লড়াই করার জন্য বিক্ষোভকারী ও সমর্থকরা তাকে শক্তি জুগিয়েছেন।

জনপ্রিয় ধর্মযাজক
অ্যাভিননের বিচার বিখ্যাত ফরাসি অভিনেতা এবং অন্যান্য বুক্তিত্বদের লক্ষ্য করে যৌন সহিংসতার অভিযোগের সর্বসাম্প্রতিকতম ঘটনা।

সাম্প্রতিককালে অ্যাবে পিয়ের মনোযোগের শীর্ষে ছিলেন। এক সময় তিনি গৃহহীনদের জন্য লড়াই করতেন। অনেক বছর ধরে ফ্রান্সের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ধর্মযাজক ৯৪ বছর বয়সে ২০০৭ সালে মারা যান। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ফ্রান্স ও অন্যান্য দেশে কয়েক দশক ধরে নারীদের যৌন নিপীড়নের একাধিক অভিযোগ উঠেছে। এখন তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাগুলোর পাশাপাশি তার নামে নামকরণ করা পার্ক এবং রাস্তাগুলো থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা চলছে।

গত শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে পোপ ফ্রান্সিস বলেন, অ্যাবে পিয়ের অনেক ভালো কাজ করেছেন কিন্তু তিনি একজন পাপীও ছিলেন এবং এ ধরনের বিষয় নিয়ে কথা বলা উচিত, লুকানো উচিত নয়।

ফরাসি বিশপ অ্যাসোসিয়েশনের প্রধান বলেন, কমপক্ষে কিছু ফরাসি বিশপ কয়েক দশক ধরে ধর্মযাজকের কথিত নির্যাতনের কথা জানতেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement