২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেন সংঘাতে সরাসরি জড়ানোর ব্যাপারে পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেন সংঘাতে সরাসরি জড়ানোর ব্যাপারে পুতিনের হুঁশিয়ারি - সংগৃহীত

ইউক্রেন সংঘাতে সরাসরি জড়ানোর বিষয়ে পাশ্চাত্য দেশগুলোকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে পাশ্চাত্য দেশগুলো রাশিয়া-ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে।

এমন পরিস্থিতিতে ‘নতুন হুমকির আশঙ্কা সৃষ্টি হলে’ রাশিয়া ‘যথাযথ সিদ্ধান্ত’ নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে পাশ্চাত্য গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে গোলাবর্ষণ করার অনুমতি পেতে ইউক্রেন তার পাশ্চাত্য মিত্রদের কাছে অনুরোধ করে আসছে।

এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন বলেছেন, ‘ন্যাটো দেশগুলোর কর্মীরাই কেবল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো উৎক্ষেপণ করতে পারে। ইউক্রেনের সেনাদের পক্ষে এটি সম্ভব নয়।’

‘তাই ইউক্রেন সরকারকে এসব অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেয়ার প্রশ্নই আসে না। রাশিয়ায় এসব অস্ত্র ছোড়ার অর্থ হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোর সরাসরি (রাশিয়ার সাথে) সামরিক সঙ্ঘাতে জড়িয়ে পড়া। তবে তারা এটি করবে কি না, সেটিই এখন নির্ধারণের বিষয়।’

তিনি বলেন, ‘যদি এমন সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে তা ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর সরাসরি অংশগ্রহণ ছাড়া আর কিছুই হবে না।’

পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের মার্কিন অনুদানের অস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা চূড়ান্ত করছে হোয়াইট হাউস, যার মধ্যে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমন আমেরিকান যন্ত্রাংশ দিয়ে তৈরি ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement