ইউক্রেনের পূর্বাঞ্চলে আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪২
রাশিয়া বলেছে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্রাম মেমরিক দখল করেছে। এটিকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত কিয়েভ-অধিকৃত লজিস্টিক অঞ্চল পোকরভস্ক দখলের প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে।
সোমবার দেশটি এ কথা জানায়।
পোকরোভস্ক একটি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থলে অবস্থিত। এই পথে ইউক্রেনীয় সৈন্য এবং পূর্বাঞ্চলীয় ফ্রন্ট জুড়ে বিভিন্ন শহরে রসদ সরবরাহ করা হয়। দীর্ঘদিন ধরে এটি মস্কোর সেনাবাহিনীর লক্ষ্যবস্তু।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘কেন্দ্রের সৈন্যদের ইউনিট মেমরিকের বসতি মুক্ত করেছে।’ ২০২২ সালে সঙ্ঘাত শুরু হওয়ার আগে মেমরিকে ৪০০ জনেরও কম লোকের বসতি ছিল।
রাশিয়ার সামরিক হামলার আগে পোকরোভস্কের জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার, তবে কাছাকাছি যুদ্ধ তীব্র হওয়ায় এর অর্ধেকেরও বেশি বাসিন্দা পালিয়ে গেছে।
রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে পোকরোভস্কের কাছে বেশ কয়েকটি ইউক্রেনীয় শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা