ডাবলিনে ‘ঐতিহাসিক’ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার শনিবার ডাবলিনে আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সাথে বৈঠকে বসবেন। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনঃস্থাপনে লন্ডনের প্রচেষ্টার প্রেক্ষাপটে পাঁচ বছরের মধ্যে কোনো ব্রিটিশ নেতার এটাই প্রথম আয়ারল্যন্ডে সফর।
ড্রাউনিং স্ট্রিট এ সফরকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সম্পর্কের জন্যে ‘ঐতিহাসিক’ মুহূর্ত বলে বর্ণনা করেছে।
ব্রিটেনের সাবেক রক্ষণশীল সরকারের সময়ে আয়ারল্যান্ডের সাথে সম্পর্কে যতটুকু ক্ষতি হয়েছে তা পুষিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উষ্ণ করারই আভাস দিল ডাউনিং স্ট্রিট।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ সফর ব্রিটেন ও আয়ারল্যান্ডের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বের একটি নতুন যুগের সূচনা হবে।
আশা করা হচ্ছে, সফরকালে নেতৃবৃন্দ ১৯৯৮ সালের ঐতিহাসিক শান্তি চুক্তি গুড ফ্রাইডে এগ্রিমেন্ট এবং উত্তর আয়ারল্যান্ডে পুনর্মিলনের অঙ্গিকার পুনরায় নিশ্চিত করবেন।
এছাড়া স্টারমার ডাবলিনে আইরিশ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবেন।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা