১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মিউনিখে ইসরাইলি কনস্যুলেটের কাছে বন্দুকধারী নিহত

- ছবি : সংগৃহীত

জার্মানির মিউনিখে ইসরাইলি কনস্যুলেটের সামনে এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির মিউনিখে ইসরাইলি কনস্যুলেটের সামনে এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ সময় তার হাতে লম্বাকৃতির একটি অস্ত্র ছিল। অস্ত্র দেখে পুলিশ তার দিকে গুলি ছোড়ে। এরপর বন্দুকধারীও পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার পরিচয় সম্পর্কে কোনোকিছু জানাতে পারেনি পুলিশ।

মিউনিখ পুলিশের এক মুখপাত্র জানান, হামলাকারী পুরুষ ছিল। আমরা নিশ্চিত যে তিনি এখানে বন্দুক নিয়ে হামলা চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ অগ্রসর হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

উল্লেখ্য, ১৯৭২ সালে মিউনিখে অলিম্পিক গেমসে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় ১১ জন ইসরাইলি অ্যাথলেট নিহতের ঘটনার স্মরণে ‘ব্ল্যাক ফ্রাইডে’ পালনের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এই গুলিবিনিময়ের ঘটনাকে গুরুতর ঘটনা বলে বর্ণনা করেছেন।

এর আগে পুলিশ জনগণ কে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে ওই এলাকা এড়িয়ে চলতে বলে।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement
বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর ৮ হাজার কোটি টাকার সম্পত্তি বৃষ্টিতে ভাসবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট! মিয়ানমার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরার সিদ্ধান্ত ভারতের ‘এক দেশ এক ভোট’ চালু করার দিকে আরো এক ধাপ এগুলো ভারত! সেই আফগানিস্তানের কাছে শোচনীয় হার দক্ষিণ আফ্রিকার ইউনূসের সাথে সাক্ষাত হচ্ছে না মোদির লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’

সকল