রাশিয়ান পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৮
রাশিয়ার পূর্বাঞ্চলে ২২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে এখন পর্যন্ত ১৭ জনের লাশ পাওয়া গেছে।
হেলিকপ্টারের ধ্বংসাবশেষে জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। আরোহীদের বেশিরভাগই পর্যটক ছিলেন।
শনিবার কামচাটকা উপদ্বীপের ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি নিখোঁজ হয়।
সক্রিয় আগ্নেয়গিরির জন্য এলাকাটি বিখ্যাত একটি পর্যটন স্পট। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
তিন বছর আগে কামচাটকায় আরেকটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়। ওই অঞ্চলের আবহাওয়া বেশ প্রতিকূল হওয়ায় তা দুর্ঘটনা প্রবণ।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে বলেছেন, শনিবার এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে ছেড়ে যাওয়ার পর রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।
পরে রোববার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। হেলিকপ্টারটি সোভিয়েত যুগে ডিজাইন করা।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা