১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রাশিয়ায় নিখোঁজ হেলিকপ্টারের সন্ধান, ১৭ লাশ উদ্ধার

রাশিয়ায় নিখোঁজ হেলিকপ্টারের সন্ধান, ১৭ লাশ উদ্ধার - ছবি : ইউএনবি

রাশিয়ার পূর্বাঞ্চলে ২২ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা। পরে বিধ্বস্ত ওই হেলিকপ্টার থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তৎপরতা চলছে।

জরুরি মন্ত্রণালয়ের সূত্রে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, হেলিকপ্টারটির সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

‘আকাশ থেকে প্রথমে নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সর্বশেষ যোগাযোগ করা স্থানের পাশেই সেটি পাওয়া যায়। ওই স্থানটি ভূপৃষ্টের ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত।’

এর আগে, রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছিল, এমআই-৮ হেলিকপ্টারটি কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছ থেকে যাত্রা শুরু করে, কিন্তু নির্ধারিত সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারেনি।

বিমানটিতে ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এমআই-৮ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার যা ১৯৬০-এর দশকে ডিজাইন করা হয়েছিল। এটি রাশিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেখানে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। পাশাপাশি প্রতিবেশী দেশসহ অন্যান্য অনেক দেশেও এর জনপ্রিয়তা রয়েছে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল