২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এফ-১৬ বিধ্বস্তের পর ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার বরখাস্ত

এফ-১৬ বিধ্বস্তের পর ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার বরখাস্ত - ফাইল ছবি

পশ্চিমা অংশীদারদের কাছ থেকে পাওয়া একটি এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার বোমাবর্ষণের সময় বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনার চার দিন পর ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্টের ওয়েবসাইটে লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশচুক নামের ওই কমান্ডারকে বরখাস্ত করার আদেশটি প্রকাশ করা হয়েছে।

আদেশ প্রকাশের কয়েক মিনিট পর এক ভাষণে বলেন জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে। নিরাপত্তাকর্মীদের রক্ষা করুন, দেশের সব সেনার যত্ন নিন। ইউক্রেনকে অবশ্যই কমান্ড পর্যায়ে দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে।’

মাইকোলা ওলেশচুককে বরখাস্তের পর লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রিভোনোজকোকে বিমান বাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ওলেশচুক প্যাট্রিয়ট এয়ার-ডিফেন্স সিস্টেমের কারণে এফ-১৬ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করায় ইউক্রেনের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির উপ-প্রধানের কঠোর সমালোচনা করার দিনই এই বরখাস্তের ঘটনা ঘটল।

মারিয়ানা বেজুহলা নামের ওই আইনপ্রণেতা তার দাবির জন্য অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে এই ভুলের জন্য দোষীদের শাস্তি দাবি করেন।

তবে এফ-১৬ বিমানটি যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে, তা সরাসরি অস্বীকার করেনি ইউক্রেনের বিমানবাহিনী।

দুর্ঘটনার বিষয়ে ইউক্রেনের তদন্তে মার্কিন বিশেষজ্ঞরা যোগ দিয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।


আরো সংবাদ



premium cement