রাশিয়ায় ২২ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ আগস্ট ২০২৪, ১৬:৩৩
রাশিয়ার পূর্বাঞ্চলে ২২ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়ে গেছে। শনিবার হেলিকপ্টারটির সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর সেটির সন্ধানে অভিযান শুরু করেছে উদ্ধারকারীরা।
রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, এমআই-৮ হেলিকপ্টারটি কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছ থেকে যাত্রা শুরু করে, কিন্তু নির্ধারিত সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারেনি।
বিমানটিতে ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এমআই-৮ একটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার যা ১৯৬০-এর দশকে ডিজাইন করা হয়েছিল। এটি রাশিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেখানে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। পাশাপাশি প্রতিবেশী দেশসহ অন্যান্য অনেক দেশেও এর জনপ্রিয়তা রয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা