জার্মানিতে ছুরিকাঘাতে ৫ জন আহত
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ আগস্ট ২০২৪, ১৩:০৪
জার্মানির পশ্চিমাঞ্চলে শুক্রবার একটি বাসে এক মহিলার ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়েছে। দেশটিতে মারাত্মক এক ছুরি হামলার এক সপ্তাহ পর এ হামলা চালানো হলো। আগের ওই হামলায় সারাদেশকে নাড়া দেয়। পুলিশ এ কথা জানিয়েছে।
স্থানীয় পুলিশ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সিজেন শহরে এমন ঘটনার পর ৩২ বছর বয়সী সন্দেহভাজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি সন্ত্রাসী হামলা ছিল এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। এ হামলায় আহত পাঁচজনের মধ্যে মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পঞ্চমজন সামান্য আহত হয়েছে।
উল্লেখ্য, জার্মানি এক সপ্তাহ আগে ছুরিকাঘাতের ঘটনা সারাদেশকে নাড়া দিয়েছিল। দেশটির পশ্চিমাঞ্চলীয় সোলিংজেন নগরীতে ওই হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হয়।
সন্দেহভাজন ওই হামলাকারী ছিল ২৬ বছর বয়সী একজন সিরীয় নাগরিক। তাকে আগে বুলগেরিয়ায় নির্বাসিত করার কথা ছিল। তার পরিচয় জানার পর জার্মানির অভিবাসন এবং আশ্রয় নীতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এ ধরনের হত্যাকা- চ্যান্সেলর ওলাফ স্কোলজের সরকারকে জনসমাবেশে ও দূরপাল্লার পরিবহনে ছুরি বহনের ওপর নতুন বিধিনিষেধ আরোপ এবং কিছু অবৈধ অভিবাসীর সুযোগ-সুবিধা রোধকল্পে উদ্যেগ নিতে হবে।
এদিকে, মঙ্গলবার সোলিংজেনের কাছে পশ্চিমাঞ্চলীয় মোয়ার্স শহরে পথচারীদের লক্ষ্য করে ছুরিকাঘাতকারী সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে।
সূত্র : বাসস/এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা