২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রুশ হামলায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত!

ইউক্রেনের বিমান বাহিনীর একটি এফ-১৬ জঙ্গি বিমান দেশের অজ্ঞাত স্থানে উড়ছে - ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলায় পাশ্চাত্যের দেয়া একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন অবশ্য রুশ হামলার কথা স্বীকার করেনি। তবে তারা তাদের একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী বৃহস্পতিবার (২৯ অগাস্ট) জানিয়েছে, বিমান পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া এফ-১৬ বিমানগুলোর একটি বিধ্বস্ত হয়েছে।

ফেসবুকে দেয়া সামরিক বিবৃতিতে হলা হয়েছে, যুক্তরাষ্ট্রে-তৈরি ফাইটার জেটটি সোমবার বিধ্বস্ত হয়। ওই সময় রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এক ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।

ইউক্রেনে এফ-১৬ বিমান ধ্বংস হওয়ার এটাই ছিল প্রথম প্রকাশিত খবর। এই যুদ্ধ বিমানগুলো জুলাই মাসের শেষের দিকে ইউক্রেনে আসে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিধ্বস্ত হবার ঘটনা তদন্ত করছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ব্রাসেলস-এ ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন যে, রাশিয়ার‍ ভেতরে 'সামরিক লক্ষ্যবস্তুতে' হামলা করতে পারে- এমন অস্ত্রের জন্য ইউক্রেন তার মিত্রদের অনুরোধ করবো।

কুলেবা বলেন, ইউক্রেনের প্রধান লক্ষ্য হচ্ছে রাশিয়ার অভ্যন্তরে বিমান ঘাঁটিতে আঘাত করা, যেখান থেকে রাশিয়া ইউক্রেন বাহিনী এবং দেশের অবকাঠামোর উপর হামলা চালায়।

'আমাদের যদি যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র দেয়া হয়, হামলা করতে আমাদের যদি অনুমতি থাকে, তাহলে আমাদের অবকাঠামোর উপর রাশিয়ার হামলা করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে পারবো এবং রণাঙ্গনে আমাদের সৈন্যদের পরিস্থিতিও উন্নত করতে পারবো,' কুলেবা বলেন।

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ইওসেপ বরেল সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনের প্রতি সাহায্যের অঙ্গীকার পূরণের জন্য এবং সমর্থন বৃদ্ধি করার জন্য ইইউ সদস্য দেশগুলোর উপর চাপ দেবেন।

'এটা পরিষ্কার যে, ইউক্রেনীয় বাহিনী সুসজ্জিত হলে তারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, শুধু নিজেদের রক্ষার জন্য না, আগ্রাসন হটিয়ে দেয়ার জন্যও,' বরেল বলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ইউক্রেনের ছয়টি ড্রোন ভূপাতিত করার খবর দেয়। মন্ত্রণালয় আরো জানায়, তারা ক্রিমিয়ার দিকে যাওয়া সামুদ্রিক ড্রোনের হামলা নস্যাৎ করে দিয়েছে।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement