কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে বিচারের মুখোমুখি দুই অভিবাসী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ আগস্ট ২০২৪, ২৩:২৪
কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে বিচারের মুখোমুখি হয়েছেন দুই অভিবাসী। বুধবার দেশটির প্রসিকিউটররা এই তথ্য জানিয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় তোলার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। গত বছরের ধারাবাহিক কয়েকটি ঘটনায় কোরআন পোড়ানোর অভিযোগে ওই দুই ব্যক্তিকে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার এক বিবৃতিতে সুইডিশ প্রসিকিউশন অথরিটি বলেছে, মসজিদের বাইরে এবং অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর সময় এই দুই ব্যক্তি চারটি পৃথক কর্মসূচি পালন করেন। এ সময় তারা জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছিলেন।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা