ইটালির ২ সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ আগস্ট ২০২৪, ২১:০৪
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সুদঝা শহরে ঢুকে কাজ করায় ইটালির দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি৷ তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার অভিযোগ আনা হয়েছে৷
রাশিয়ার বার্তা সংস্থা তাস এই খবর দিয়েছে৷ গত সপ্তাহে রাশিয়ার সুদঝা শহরের নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন৷
ইটালির রাই টিভির সাংবাদিক স্টেফানিয়া বাতিসতিনি ও ক্যামেরাম্যান সিমোন ত্রাইনিসহ চারজন ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গী হয়ে প্রথম বিদেশী গণমাধ্যম হিসেবে সুদঝা শহর থেকে খবর পরিবেশন করেছেন৷ শুক্রবার মস্কোতে ইটালির রাষ্ট্রদূত সেসিলিয়া পিচ্চোনিকে ডেকে এর প্রতিবাদ জানিয়েছিল রাশিয়া৷ এ সময় রাষ্ট্রদূত মস্কোকে জানান, রাই টিভির সাংবাদিকেরা স্বাধীনভাবে ও নিজস্ব সিদ্ধান্তে কাজ করেছেন৷
রোববার সন্ধ্যায় ওই দুই সাংবাদিকের ইটালি ফেরার কথা৷
এদিকে, রাই টিভির ইউনিয়ন ও ইটালির জাতীয় প্রেস ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে বলেছে,‘সাংবাদিকতা অপরাধ নয়৷’
মস্কো কর্তৃপক্ষের ওই দুই সাংবাদিককে বিচারের আওতায় আনার বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং আগে থেকে অনুমোদন নিয়ে সাংবাদিকতা করা হয় না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷
সূত্র : ডয়েচে ভেলে/রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা