রাশিয়ায় সামরিক অফিস স্থাপন করল ইউক্রেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ আগস্ট ২০২৪, ১২:২৭
রাশিয়ায় সামরিক অফিস স্থাপন করেছে ইউক্রেন। রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ওই অফিস স্থাপন করা হয়। শুক্রবার (১৬ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ায় প্রবেশ করে লড়াই অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনারা। তারা রুশ সেনাদের হটিয়ে বেশ কিছু এলাকা দখলে নিয়েছে। পরে সেখানে একটি সামরিক অফিস স্থাপন করেছে।
এ সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার মানুষদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে অফিসটি কাজ করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে জেনারেল সিরস্কিকে এক বলতে দেখা যায়, অফিসটি ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে স্থাপন করা হয়েছে। ওই সভায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সভাপতিত্ব করেন।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা